Malda Murder: ভয়ঙ্কর ঘটনা মালদায়, ভাড়া চাইতেই টোটো-চালককে খুন যাত্রীদের
Malda Murder: উল্লেখ্য, চলতি মাসের দু তারিখে ইংলিশ বাজার থানায় এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন। তারপর মালদার কালিয়াচকে আরো এক তৃণমূল কর্মী খুন হয়। এরপর গতকাল রাত্রে ইংলিশ বাজারের আবারও এই টোটো চালকের খুনের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মালদহ: টোটো চালককে এলোপাথাড়ি কোপ মেরে খুন। খুন করল সেই টোটোরই দুই যাত্রী। পুলিশ ফাঁড়ির নাকের ডগায় এমন নৃশংস হত্যা। ফের আইন শৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে রাত্রিবেলা মালদার ইংরেজবাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়।
জানা গিয়েছে, মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ। বাড়ি রামকেলির বারোদুয়ারি এলাকায়। গতকাল রাত্রিবেলা বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তাঁর টোটোতে যাত্রী ভাড়া নিয়ে যায়। অভিযোগ, যাত্রী নামানোর পর টোটোর ভাড়া চাওয়াই হল তাঁর কাল। অভিযোগ, ভাড়া দিতে অস্বীকার করে মণ্ডপ যাত্রীরা। গণ্ডগোল বাধে মদ্যপ অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডলের সঙ্গে। অভিযোগ ঠিক সেই সময় তারা দু’জন ধারাল হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারে ওই টোটো চালককে।
এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল তাঁকে। পথেই মৃত্যু হয় কাজল ঘোষের। ঘটনায় শ্যামল ও বিমল-সহ বেশ কয়েকজনের নামে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনো পালাতক দুই অভিযুক্ত। মৃতের দাদা বলেন, “টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল। ভাড়া চাইতে গেলে তর্ক হয়। ওই প্যাসেঞ্জারদের কাছে অস্ত্র ছিল। যারা এই কাজ করেছে তাদের চিনি আমি। পুলিশকে জানানো হয়েছে।”
উল্লেখ্য, চলতি মাসের দু তারিখে ইংলিশ বাজার থানায় এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন। তারপর মালদার কালিয়াচকে আরো এক তৃণমূল কর্মী খুন হয়। এরপর গতকাল রাত্রে ইংলিশ বাজারের আবারও এই টোটো চালকের খুনের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।