Maldah Murder: ফেসবুকে বাবার দেহের ছবি দেখে মৃত্যুর চার মাস পর শনাক্ত করলেন ছেলে!
Maldah Murder: তিনি তাঁর সন্দেহের কথায় গ্রামবাসীদেরও জানান। গ্রামবাসীরা অভিযুক্তদের জেরা করা শুরু করেন। গ্রামবাসীদের দাবি, জেরার মুখে কার্যত ভেঙে পড়েন বৃদ্ধের স্ত্রী, ছেলে ও বৌমা।

মালদহ: রক্তাক্ত দেহ উদ্ধারের চার মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরে ছেলে শনাক্ত করল বাবাকে। আর ছেলের অভিযোগেই গ্রেফতার তাঁর মা,দাদা আর বৌদি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মুচিয়াতে। এপ্রিল মাসের ২২ তারিখ মুচিয়া অঞ্চলের সিন্দিয়ার মাঠে একটি কালভার্টের নীচে এক বৃদ্ধের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেসময়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেলেও কোনও পরিচয় পাওয়া যায়নি। এতদিন পর সেই রহস্যের উন্মোচন হয়। তাও অত্যন্ত নাটকীয় ভাবে। সোস্যাল মিডিয়াতে নিজের বাবার সেই ছবি দেখে চিনতে পারেন ভিন রাজ্যে থাকা ছেলে। খুন হয়ে যাওয়া ওই বৃদ্ধের নাম আজহার শেখ (৫৫)। তাঁর ছোট ছেলে ওহেদুর শেখের অভিযোগ, তাঁর বাবাকে মা ,ভাই এবং বৌদি মিলে খুন করেছে।
তিনি তাঁর সন্দেহের কথায় গ্রামবাসীদেরও জানান। গ্রামবাসীরা অভিযুক্তদের জেরা করা শুরু করেন। গ্রামবাসীদের দাবি, জেরার মুখে কার্যত ভেঙে পড়েন বৃদ্ধের স্ত্রী, ছেলে ও বৌমা। তাঁরা স্বীকার করে নেন খুন করার কথা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদহ থানার পুলিশ। জানা যায়, সাহাপুরের অঞ্চলের রায়পুরের বাড়িতেই খুন হয়েছিলেন বৃদ্ধ। পরে তাঁর দেহ অন্যত্র সরিয়ে ফেলা হয়। বৃদ্ধের স্ত্রী রুমি বিবি, বৃদ্ধের ছেলে রাহিদুল শেখ, বৌমা তাসলিমা বিবি-সহ পরিবারের আর একজনকে গ্রেফতার করে করেছে পুলিশ।