Maldah TMC: বাড়িতে তালা, রাস্তাতে আসবাবপত্র, ৩ মাস ধরে খোলা আকাশের নীচে বৃদ্ধা, কাঠগড়ায় তৃণমূল

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2023 | 1:53 PM

Maldah TMC: মালদার ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে নেতাজি কলোনি এলাকার ঘটনা। জানা যাচ্ছে, বৃদ্ধা সুমিত্রা হালদার এলাকার তৃণমূল নেতা নারায়ণ সিংয়ের কাছ থেকে তিন বারে ১০ হাজার, ১৫ হাজার এবং ২৫ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিল।

Maldah TMC: বাড়িতে তালা, রাস্তাতে আসবাবপত্র, ৩ মাস ধরে খোলা আকাশের নীচে বৃদ্ধা, কাঠগড়ায় তৃণমূল
বাঁ দিকে অভিযুক্ত তৃণমূল নেতা

Follow Us

মালদহ: ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে খোলা আকাশের নীচে দাঁড় করিয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল নেতা। তিন মাস ধরে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন অসুস্থ,অসহায় বৃদ্ধা। দিন রাত রাস্তাতেই কাটছে তাঁর। স্থানীয় তৃণমূল নেতা কর্মী জোর করে তাঁরই সামনে ঘর খালি করে ঘরে তালা মেরে দিয়ে গিয়েছেন বলে অভিযোগ। এমনকি তৃণমূল নেতারা রাস্তাতে গিয়েও নিয়মিত শাসিয়ে দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। মালদার ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে নেতাজি কলোনি এলাকার ঘটনা। জানা যাচ্ছে, বৃদ্ধা সুমিত্রা হালদার এলাকার তৃণমূল নেতা নারায়ণ সিংয়ের কাছ থেকে তিন বারে ১০ হাজার, ১৫ হাজার এবং ২৫ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিল।

যার বদলে জোর করে সুমিত্রা হালদারের বাড়ির দলিল হাতিয়ে নেয় বলে অভিযোগ। এরপরে তাঁকে চাপ দিতে থাকে বাড়ি বিক্রি করার। সুমিত্রা রাজি না হলে মাত্র কয়েক মাসেই সেই ৫০ হাজার টাকা ১ লক্ষ টাকা সুদে আসলে শোধ করতে বলা হয় বলে অভিযোগ।

নিয়মিত হুমকিতেও কাজ না হলে দলবল নিয়ে হামলা চালায় তাঁরা। ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় বৃদ্ধাকে। বের করে রাস্তায় ফেলা হয় জিনিসপত্র। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। একই সঙ্গে বিষয়টি জানিয়েছেন কাউন্সিলর সুজিত সাহাকে। কিন্তু লাভ কিছুই হয় নি। উলটে সুজিত সাহা স্থানীয় তৃণমূল নেতাদেরই পক্ষ নিয়েছেন বলেই অভিযোগ।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, “একেবারে নির্লজ্জ রাজনীতি। এখানে সেটাই হয়েছে। তৃণমূলের কর্মসূচি দখলদারি। সেখানে কাউন্সিলর নেতার বিরুদ্ধে কী বলবে?”

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ওরা তো লোপাটের রাজনীতি করছে। ওখানে ওদের রাজত্ব চলছে। ওখানে নীতি নৈতিকতার প্রশ্ন নেই। ” এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article