Tmc leader: কাটমানি না পেয়ে বজায় চটলেন তৃণমূল নেতা, ৭০ বছরের বৃদ্ধকে বেধড়ক মার
Malda: সুলতান আলি ও আরও কয়েকজন লোক মিলে ওই বৃদ্ধকে ঘরে জোর করে ঘরে আটকে রেখে মারধর করে।
মালদা: একবার নয়, একাধিক বার বৃদ্ধকে মারধর। জোর করে আবাস যোজনার জন্যে দফায় দফায় কাটমানি আদায়। এমনই গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি।
ঘটনাস্থান হরিশচন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রাম। এই গ্রামের বাসিন্দা বছর সত্তরের কালু শেখ। তাঁর নামে আবাস যোজনার টাকা এসেছিল। অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্যা মর্জিনা খাতুনের নেতৃত্বে তার স্বামী সুলতান আলি ও আরও কয়েকজন লোক মিলে ওই বৃদ্ধকে ঘরে জোর করে ঘরে আটকে রাখে। শুধু তাই নয়। মারধর করে বৃদ্ধের আঙুলের ছাপ (Fingure Print) নিয়ে তার অ্যাকাউন্ট (Bank Account) থেকে টাকা তুলে নেয় ।
অভিযোগ শুধু আজকে নয় এর আগেও এই বৃদ্ধের কাছ থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়েছে। আর এই কাজ করেছেন ওই পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর । বৃদ্ধ টাকা তোলার জন্য তাঁর আঙুলের ছাপ দিতে অস্বীকার করলেও অমানবিক ভাবে মারধর করা হয় বলেও দাবি কালু শেখের।
বর্তমানে বৃদ্ধ কালু শেখ এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিয়ো সহ হরিশ্চন্দ্রপুর থানার আইসির (IC) কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। যদিও পুরো ঘটনাই স্বীকার করে নিয়েছে ব্লক তৃণমূল কংগ্রেস।অন্যদিকে আবাস যোজনার কাটমানি নিয়ে এমন অমানবিক চিত্র সামনের আসায় সরব হয়েছে এলাকার বিজেপি নেতৃত্ব।
চলতি মাসের প্রথম দিকে জেলার আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। কাটমানি না দিলে সরকারি আবাস যোজনার টাকাও মিলবে না বলে হুমকি দেন তৃণমূল নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি হরিশচন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙি গ্রামের।
ওই গ্রামের বাসিন্দা রামহরি দাস দিনমজুরের কাজ করতেন। কিন্তু, প্রায় একবছর ধরে তিনি পক্ষাঘাতে আক্রান্ত। শয্যাশায়ী। নিজে থেকে হাত-পা নড়াচড়া করতে পারেন না। স্ত্রী রুমা অন্যের বাড়িতে কাজ করে সামান্য কিছু রোজগার করেন। তা দিয়ে কন্যাসন্তান-সহ তিনজনের পেট চলে না। সম্প্রতি, তাঁরা আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম ওঠার পর প্রকল্পের টাকা নিতে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেন। সেই টাকা কিস্তিতে পেতেও শুরু করেন।
আচমকাই তারপর টাকা আসা বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে রামদাসের স্ত্রী জানতে পারেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) নেত্রীর স্বামী পঙ্কজ দাস দুই মাসের কিস্তির ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ, পঙ্কজ এসে টাকা চেয়েছিলেন। কিন্তু, রামদাসের পরিবার তা দিতে অস্বীকার করেন। এরপরেই আর টাকা পাননি ওই শ্রমিক পরিবার।
আরও পড়ুন: RBI Governor: শক্তিকান্তের মেয়াদ বৃদ্ধি, আরও ৩ বছর তিনিই আরবিআই গভর্নর