RBI Governor: শক্তিকান্তের মেয়াদ বৃদ্ধি, আরও ৩ বছর তিনিই আরবিআই গভর্নর
RBI Governor: গত ২০১৮ সালের ১১ ডিসেম্বর তিন বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধান হিসাবে নিযুক্ত হন শক্তিকান্ত দাস।
দেশ: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র গভর্নর পদে আরও তিন বছর থাকছেন শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। আরবিআই গভর্নর হিসাবে পুনর্নিযুক্ত হলেন তিনি।
শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর ঘোষণা করে কেন্দ্র। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “মন্ত্রিসভার নিয়োগ কমিটি ১০ ডিসেম্বর, ২০২১ সালের পরে তিন বছরের জন্য বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শক্তিকান্ত দাসকে আরবিআই গভর্নর হিসাবে পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে।”
অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব ছিলেন শক্তিকান্ত দাস। তাছাড়া অর্থ, কর, শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এনডিবি) এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (এআইআইবি)-এ ভারতের বিকল্প গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন শক্তিকান্ত। এহেন শক্তিকান্ত দাস গত ২০১৮ সালের ১১ ডিসেম্বর তিন বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধান হিসাবে নিযুক্ত হন।
অর্থ মন্ত্রকে তাঁর দীর্ঘ মেয়াদে তিনি আটটির মতো কেন্দ্রীয় বাজেট প্রণয়নের সাথে সরাসরি যুক্ত ছিলেন। অর্থ মন্ত্রকে কাজ করার সময় তাঁর দীর্ঘ মেয়াদে আটটি কেন্দ্রীয় বাজেট প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শক্তিকান্ত দাস। এহেন সেন্ট স্টিফেন কলেজের প্রাক্তনী ২০১৭ সালের মে মে মাসে আমলা পদে অবসর গ্রহণ করেন। এর পর ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর করা হয় তাঁকে। সেই প্রেক্ষাপেটও ছিল বেশ ঘটনাবহুল।
২০১৮ সালের ডিসেম্বর মাসে তাঁর কার্যকালের মেয়াদ শেষের আগেই আরবিআই গভর্নর পদ থেকে ইস্তফা দেন উর্জিত প্যাটেল।উর্জিতের আগে তাঁর পূর্বসূরি রঘুরাম রাজনও মেয়াদ শেষের আগে ইস্তফা দিয়েছিলেন। শোনা যায়, কেন্দ্রের সঙ্গে তাঁদের মতের অমিল থেকেই ওই ইস্তফার সিদ্ধান্ত ছিল। যদিও উর্জিত এবং রঘুরাম দু’জনেই ব্যক্তিগত কারণ দর্শিয়ে ইস্তফা দিয়েছিলেন। উর্জিত প্যাটেলের পরই শক্তিকান্ত দাসকে আরবিআই গভর্নর পদে নিয়োগ করে মোদী সরকার।
আগামী ১০ ডিসেম্বর সংশ্লিষ্ট পদে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি জানায়, আগামী ৩ বছরের জন্য-ও শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে পুনরায় নিয়োগ করা হল। অর্থাৎ, তিনি মোদী সরকারের আমলে প্রথম আরবিআই গভর্নর যাঁর মেয়াদ বাড়ানো হল।
প্রসঙ্গত, শক্তিকান্ত দাসের আমলে অতিমারি করোনার সঙ্গে লড়াই করতে হয়েছে অর্থনীতিকে। তবে সেই ধাক্কা সামলে ঘুরেও দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি। জিডিপি রেকর্ড পতনের পর ফের ঘুরেও দাঁড়াচ্ছে শক্তিকান্ত দাসের আমলে। একবছরের বেশি রেপো রেট এবং রিভার্স রেপো রেট সর্বনিম্ন ৪ এবং ৩,৩৫ শতাংশে ধরে রেখেছেন আরবিআই গভর্নর। আরবিআই অক্টোবরে আর্থিক নীতি পর্যালোচনায় টানা অষ্টমবারের মতো মূল বেঞ্চমার্ক হার অপরিবর্তিত রেখেছে। আর্থিক বৃদ্ধি পুনরুজ্জীবিত করার জন্য যতদিন প্রয়োজন ততক্ষণ হারের উপর স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দেন গভর্নর।
আরও পড়ুন: Mamata Banerjee In Goa: নতুন ভোরের আশ্বাস নিয়ে তাঁর সফর-গোয়া, দিনভর ঠাসা কর্মসূচি মমতার