Rail Blockade: কেন এত লেডিস কামরা? প্রতিবাদে রেল অবরোধ শিয়ালদহ শাখায়, একাধিক স্টেশনে দাঁড়িয়ে গেল লোকাল
Rail Blockade: প্রতিবাদীদের অভিযোগ, অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে এমনিই ভোগান্তির শেষ থাকে না। এরইমধ্যে মহিলা কামরা বাড়ানোর ফলে পুরুষ যাত্রীদের সমস্যা আরও বেড়েছে। জেনারেল কোচে বাড়ছে ভিড়।

লক্ষ্মীকান্তপুর: ফের রেল অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়। কর্মব্যস্ত দিন অবরোধের জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে এদিন দক্ষিণ বারাসত স্টেশনে রেল অবরোধ করতে দেখা যায় একটা বড় অংশের যাত্রীদের। যার জেরে সাতসকালেই বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর লাইনে। হাতে প্লাকার্ড নিয়ে লাইনে নেমে পড়েন প্রতিবাদীরা।
প্রতিবাদীদের অভিযোগ, অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে এমনিই ভোগান্তির শেষ থাকে না। এরইমধ্যে মহিলা কামরা বাড়ানোর ফলে পুরুষ যাত্রীদের সমস্যা আরও বেড়েছে। জেনারেল কোচে বাড়ছে ভিড়। তারই প্রতিবাদে এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিক্ষোভ শুরু করেন প্রতিবাদীরা। আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ বারাসতের পাশাপাশি ধপধপি স্টেশনেও রেল অবরোধ শুরু হয়।
অবরোধ চলে মথুরাপুর স্টেশনেও। রেল লাইনের উপরে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো যাত্রী। দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ। অবরোধের জেরে সবথেকে বেশি প্রভাব দেখা যায় লক্ষ্মীকান্তপুর ও নামখানা লাইনেই। একাধিক লোকাল দাঁড়িয়ে যায় আশপাশের স্টেশনেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি ও রেল আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।





