AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moloy Ghatak: বিজেপিতে যোগ দিচ্ছেন? মহারণের প্রাক্কালে বড় খবর দিলেন মলয় ঘটক

Moloy Ghatak: গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে একটানা আলোচনা চলছিল, শিল্পাঞ্চলে বড় পরিবর্তন হতে চলেছে। তৃণমূলের কোনও বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে এই আলোচনা ছিল পুরোকদমে।

Moloy Ghatak: বিজেপিতে যোগ দিচ্ছেন? মহারণের প্রাক্কালে বড় খবর দিলেন মলয় ঘটক
বিধায়ক মলয় ঘটকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2024 | 3:29 PM
Share

আসানসোল: লোকসভা নির্বাচনের আগে দলবদলের খেলা চলছে। তার মধ্যেই বড় গুঞ্জন। গত কয়েকদিন ধরে শিল্পাঞ্চলে রাজনৈতিক হাওয়াবদলের মরসুমে জল্পনা ওঠে  রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এমনিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন তিনি। কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছে ইডি-সিবিআই। বাড়িতে চলেছে তল্লাশি। কিন্তু দশ-পনেরো বারেরও বেশি দিল্লিতে তলব করা হয়েছে তাঁকে। একবারও হাজিরা দেননি তিনি। এরই মধ্যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা।  এই জল্পনার মাঝেই এক্স-এ পোস্ট করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মন্ত্রী। পোস্টে তিনি লিখেছেন, “কিছু নিউজ পোর্টালে সকাল থেকে কাল্পনিক খবরের মাধ্যমে তাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে। এটি একটি বড় ষড়যন্ত্র।” তিনি কোথাও যাচ্ছেন না, তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করে যাবেন বলে সামাজিক মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন মলয় ঘটক।

গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে একটানা আলোচনা চলছিল, শিল্পাঞ্চলে বড় পরিবর্তন হতে চলেছে। তৃণমূলের কোনও বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে এই আলোচনা ছিল পুরোকদমে। এর আগে ৭ ই মার্চ, একই রকম গুজব ছড়িয়েছিল যে তৃণমূলের একজন বড় নেতা বিজেপিতে যোগ দেবেন, তবে এখনও পর্যন্ত সেরকম কিছুই ঘটেনি।

তার মধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন মলয় ঘটক। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে মলয় ঘটকের। তাঁর কলকাতা ও আসানসোলের বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু তিনি শারীরিক অসুস্থতা কিংবা ভোটের কাজে ব্যস্ত থাকার কারণ দর্শিয়ে সেই তলব এড়িয়েছেন। কলকাতা থেকে আসানসোলে-মন্ত্রী একাধিক বাড়িতে সিবিআই-ও হানা দেয়। মন্ত্রীর কলকাতার ডালহৌসির সরকারি আবাসনেও তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। এসবের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলবদলের মরসুমে তাঁকে ঘিরে নতুন করে জল্পনা দানা বাঁধে।