Bengal Congress : পঞ্চায়েতের আগে ফের ভাঙন শাসকদলে, মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ৫০টি পরিবারের
Bengal Congress : প্রসঙ্গত, কয়েকদিন আগে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে হাজারের বেশি তৃণমূল কর্মী-সমর্থক দল ছেড়ে কংগ্রেসের যোগদান করেন।
মুর্শিদাবাদ : শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের সলতে পাকানো। যে কোনও মুহূর্তে দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এদিকে সাগরদিঘির ভোটে বাম-কংগ্রেস জোটের কাছে ধরাশায়ী হয়েছে ঘাসফুল শিবির। চাপ বেড়েছে শাসকদলের। এবার আরও বাড়ল অস্বস্তি। মুর্শিদাবাদে বড় ভাঙন তৃণমূল শিবিরে। হরিহরপাড়ায় তৃণমূল কংগ্রেসে ভাঙন। হাত শক্ত হল কংগ্রেসের। বৃহস্পতিবার হরিহরপাড়া কংগ্রেস কার্যালয়ে হরিহরপাড়া পশ্চিম ব্লক কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর শাহের হাত ধরে হরিহরপাড়া তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য তারজিনা বিবি সহ ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয়ের পরেই নতুন করে অক্সিজেন পেয়েছে হাত শিবির। ইতিমধ্যেই মুর্শিদাবাদেওতৃণমূলের ঘরে বড় থাবা বসিয়েছে অধীর শিবির। রোজই চলছে যোগদান পর্ব। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ভিড়ছেন বহু কর্মী-সমর্থক। ফের দেখা গেল একই ছবি। এদিনের যোগদান পর্ব শেষে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানাতে দেখা গিয়েছে হরিহরপাড়া পশ্চিম ব্লক কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর শাহকে। কটাক্ষের সুরে তিনি বলেন, “সাধারণ মানুষ তৃণমূল সরকারকে চাইছে না। তাই মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করছে।” আগামীদিনে এ বাংলায় তৃণমূল বলে কিছু থাকবে না, এমনটাই দাবি তার। পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের যোগদান অব্যাহত থাকবে বলেও দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, কয়েকদিন আগে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে হাজারের বেশি তৃণমূল কর্মী-সমর্থক দল ছেড়ে কংগ্রেসের যোগদান করেন। পাশাপাশি ভগবানগোলা থেকে বেশ কিছু বিজেপি কর্মীও কংগ্রেসে যোগ দেন। সেদিনও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শাসকদলের বিরুদ্ধে তীব্র কটাক্ষবাণ শানিয়ে তিনি বলেছিলেন, “তৃণমূল বলে কিছুই থাকবে না মুর্শিদাবাদে। আগামীতেও জারি থাকবে এই যোগদান পর্ব।”