Calcutta Highcourt: মক্কেলের বাবাকে বাঁচাতে জাল নথি বানানোর অভিযোগ, CID-র হাতে গ্রেফতার হাইকোর্টের আইনজীবী
Calcutta Highcourt: অভিযোগ, সেই আইনজীবীর কাছ থেকে কলকাতা হাইকোর্টের একটি ভুয়ো জামিনপত্র নিয়ে এসে কান্দি আদালত থেকে লালু শেখকে জামিন করিয়ে নেন। এই ঘটনায় লালু সেখের ছেলে লাবু শেখকে গ্রেফতার করে সিআইডি।
মুর্শিদাবাদ: হাইকোর্টের নির্দেশকে জাল করার অভিযোগ। এক আইনজীবীকে গ্রেফতার করল সিআইডি। অভিযোগ, বাবাকে জেলমুক্ত করতে ওই আইনজীবীর সঙ্গে পরিকল্পনা করে নথিপত্র বানিয়েছিল ছেলে। সেই ঘটনাতেই সিআইডি-র হাতে গ্রেফতার কলকাতা হাইকোর্টের আইনজীবী। এর আগে সিআইডি গ্রেফতার করেছিল অভিযুক্ত ছেলেকেও।
উল্লেখ্য, সালটা ছিল ২০১৫ সালের এপ্রিল মাসের ১২ তারিখ। মুর্শিদাবাদের জেলার ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রামে আশরাফ শেখ নামের এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে লালু শেখ সহ গ্রামেরই বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনার পর কান্দি মহকুমা আদালত ধৃত লাবু শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এই লালু শেখের ছেলে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম রায়ের দ্বারস্থ হন।
অভিযোগ, সেই আইনজীবীর কাছ থেকে কলকাতা হাইকোর্টের একটি ভুয়ো জামিনপত্র নিয়ে এসে কান্দি আদালত থেকে লালু শেখকে জামিন করিয়ে নেন। এই ঘটনায় লালু সেখের ছেলে লাবু শেখকে গ্রেফতার করে সিআইডি। এরপর মঙ্গলবার কাটোয়া থেকে সিআইডি গ্রেফতার করে হাইকোর্টের আইনজীবী অরিন্দম রায়কে। ধৃতকে ১৪ দিনের সিআইডি হেফাজতের আবেদন জানিয়ে ৪২০,৪৬৫,৪৬৭,৪৬৬,৪৬৮,৪৬৯,৪৭১,৪৭২,৪৭৩,৪৭৪,১২০(B) আইপিসি ধারায় মামলা রুজু করে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। কান্দি মহকুমা আদালতের বিচারক সৈকত সরকার ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও ধৃত আইজবি অনির্বাণ রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।