Murshidabad Hospital: হাসপাতাল থেকে বেরিয়ে কীভাবে কোল্ড ড্রিঙ্ক খেতে গেলেন রোগী? মৃত্যু ঘিরে চরম উত্তেজনা

Murshidabad Hospital: পরিবারের লোকজন এসে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। ঘটনায় উত্তেজনা তৈরি হয়। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Murshidabad Hospital: হাসপাতাল থেকে বেরিয়ে কীভাবে কোল্ড ড্রিঙ্ক খেতে গেলেন রোগী? মৃত্যু ঘিরে চরম উত্তেজনা
মুর্শিদাবাদ হাসপাতালে উত্তেজনা
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 12:25 AM

মুর্শিদাবাদ: রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এমন এক রোগীর মৃত্যু বাইরে দোকানে ঠাণ্ডা পানীয় খাওয়ার সময়। ঘটনায় প্রশ্ন উঠেছে, হাসপাতালের নিরাপত্তা নিয়ে। কীভাবে একজন চিকিৎসাধীন রোগী বাইরে বেরিয়ে এলেন? দোকানে পানীয় কিনে খেলেনই বা কীভাবে? সেই প্রশ্নই তুলছে পরিবার।

জানা গিয়েছে মুর্শিদাবাদের মুক্তিনগর এলাকার বাসিন্দা বছর ৩৫-এর তপন শিকদার গত শনিবার পেটে ব্যথা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার থেকে সেখানেই ভর্তি ছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় আচমকাই তিনি বাইরে বেরিয়ে আসেন বলে অভিযোগ। হাসপাতাল চত্বরেই একটি দোকানে কোল্ডড্রিংস খায়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

পরিবারের লোকজন এসে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। ঘটনায় উত্তেজনা তৈরি হয়। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, রোগীদের সঙ্গে সবসময় দেখা পর্যন্ত করতে দেওয়া হয় না, সেখানে স্যালাইন লাগিয়ে একজন যুবক বেরিয়ে গেলেন কীভাবে সেটাই বোঝা যাচ্ছে না। বাকি রোগীদের নিরাপত্তা কোথায়? তা নিয়েও প্রশ্ন তুলেছে মৃতের পরিজনেরা।

হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, ঘটনাটি তারা শুনেছে, অভিযোগও পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।