Lottery Result: ৩০ টাকার টিকিটেই ঘুরল খেলা, রানিনগরের রাজমিস্ত্রী হলেন কোটিপতি

Raninagar: মাত্র ৩০ টাকার লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি রানিনগরের সুকচাঁদ। বাড়িতে ফিরেই সোমবার নিরাপত্তার কারণে স্থানীয় থানায় গিয়ে হাজির হন তিনি। সুকচাঁদ বলেন, "১ কোটি টাকা পেয়েছি ভাবতেই পারছি না। কলকাতায় যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। ৮টার পর খবর পেলাম। খবর পেয়েই ট্রেন ধরে চলে আসি।"

Lottery Result: ৩০ টাকার টিকিটেই ঘুরল খেলা, রানিনগরের রাজমিস্ত্রী হলেন কোটিপতি
সুকচাঁদ হাতে সেই লটারির টিকিট নিয়ে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 9:11 PM

মুর্শিদাবাদ: লটারির টিকিট কাটা সেই কবেকার নেশা রাজমিস্ত্রী সুকচাঁদ মিস্ত্রির। এ নিয়ে বাড়িতে ঝামেলাও কম হয়নি। কিন্তু তারপরও লটারি কাটা ছাড়েননি তিনি। সেই সুকচাঁদ এখন কোটিপতি, তাও এই লটারির সৌজন্যেই। ট্রেনে চেপে কলকাতা যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। ফোন পেয়ে মাঝ পথ থেকেই ফিরে আসেন। দারুণ খুশি তিনি।

মাত্র ৩০ টাকার লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি রানিনগরের সুকচাঁদ। বাড়িতে ফিরেই সোমবার নিরাপত্তার কারণে স্থানীয় থানায় গিয়ে হাজির হন তিনি। সুকচাঁদ বলেন, “১ কোটি টাকা পেয়েছি ভাবতেই পারছি না। কলকাতায় যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। ৮টার পর খবর পেলাম। খবর পেয়েই ট্রেন ধরে চলে আসি।”

সুকচাঁদের স্ত্রীর কথায়, তাঁরা ভাবতেই পারছেন না এটা বাস্তবেই ঘটেছে। লটারি কাটা স্বামীর নেশার মতো। বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকেই স্বামীর এই লটারির টিকিট নিয়ে পাগলামো দেখছেন। কিন্তু সত্যিই লটারির টিকিট কেটে যে এত টাকা পাওয়া যায়, তিনি বিশ্বাসই করতে পারছেন না। স্থানীয় আজিজুল শেখের দোকান থেকে টিকিট কেটেছিলেন সুকচাঁদ। আজিজুল বলেন, “রাত ৮টার খেলা ছিল। ৩০ টাকার টিকিট। ১ কোটি টাকা জিতেছেন তিনি।”