Murshidabad Unrest: চাল-ডাল-থালা-বাসন-টাকা-সোনা এমনকী ছাগলও ছাড়ল না! নিঃস্ব করে দিল ওরা
Murshidabad Unrest: শুক্রবার সাজুর মোড়, ধুলিয়ানে জাতীয় সড়কের ওপর বিক্ষোভ মিছিল দেখা যায়। অভিযোগ, তারপরই শুরু হয়েছে তাণ্ডব, লুটপাট। সাজুর মোড় আটকে রেখে ধুলিয়ানে হামলা। ওয়াকিবহাল মহলের ধারনা, পুলিশ যাতে পৌঁছাতে না পারে সে কারণেই এই ছক।

বেতবোনা: যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ধ্বংসলীলার ছবি। চলেছে ব্যাপক লুটপাট। নগদ টাকা থেকে শুরু করে সোনা, গবাদি পশু বাদ যায়নি কিছুই। কিছু কিছু বাড়িতে তো আবার গ্যাসের সিলিন্ডার খুলে অগ্নিসংযোগ করা হয়েছে। ফলে কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে পাকা বাড়িগুলিও। আগুন নেভেনি ৭২ ঘণ্টা পরেও। বেতবোনা এবং জাফরাবাদ (যে গ্রামে বাবা-ছেলের মৃত্যু) গ্রামে হামলা শুক্রবার সন্ধ্যা থেকে রাতভর। চলে শনিবার পর্যন্ত। সব হারিয়ে নববর্ষে চোখে জল বেতবোনার গ্রামের বাসিন্দাদের। ক্যামেরার সামনে অত্যাচারের কথা বলতে গিয়ে বারেবারে শিউরে শিউরে উঠছেন।
চোখে জল নিয়েই গ্রামের আর এক বৃদ্ধা বলছেন, “চাল-ডাল সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। থালা-বাসন যা ছিল সব নিয়ে চলে গিয়েছে। রান্না করে যে দু’টো খাব তারও উপায় নেই।” আর এক মহিলা বলছেন, “যাচ্ছেতাই করে আমাদের মারধর করে সোনাদানা টাকা পয়সা সব নিয়ে চলে গিয়েছে। বোমা-পিস্তল নিয়ে মারধর করেছে। ঘরে আমাদের আর থাকার জায়গা নেই। গোটা গ্রামকে পুড়িয়ে ছাই করে অন্ধকার করে দিয়েছে।” আর এক বৃদ্ধা বলছেন, চাল-ডাল তো পুড়িয়ে দিয়েইছে সঙ্গে তিনটে খাসি ছিল তাও নিয়ে চলে গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সাজুর মোড়, ধুলিয়ানে জাতীয় সড়কের ওপর বিক্ষোভ মিছিল দেখা যায়। অভিযোগ, তারপরই শুরু হয়েছে তাণ্ডব, লুটপাট। সাজুর মোড় আটকে রেখে ধুলিয়ানে হামলা। ওয়াকিবহাল মহলের ধারনা, পুলিশ যাতে পৌঁছাতে না পারে সে কারণেই এই ছক। ওই সময় পুলিশ-প্রশাসন ব্যস্ত ধুলিয়ান, শামসেরগঞ্জ এবং সাজুর মোড় সংলগ্ন এলাকা নিয়ে। ফলে সেই সুযোগে ধুলিয়ানের এই গ্রামগুলিতে বিনা বাধায় হামলা, লুটপাট-তাণ্ডব চলে।





