BSF: রাতের অন্ধকারেই ১০ কোটির প্ল্যান করেছিল দুষ্কৃতীরা, সব ভেস্তে দিল বিএসএফ
Murshidabad: শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা সীমান্তের বিএসএফের ১৪৯ নম্বর ব্যাটেলিয়ানের আসারীদহ এলাকায়। রোজকার মতো শনিবার রাতেও ওই এলাকায় টহল দিচ্ছিলেন বিএসএফের জওয়ানরা। সূত্রের খবর, সেই সময়ই সেই সময়ই হেরোইন পাচারের উদ্দেশ্যে বেশ কিছু দুষ্কৃতীর দেখা মেলে।

লালগোলা: লাখ লাখ নয়, একেবারে কোটি কোটি। অভিযানে বড় সাফল্য পেল বিএসএফ। এক্কেবারে ১০ কোটি টাকার হেরোইন পাচারের ছক বানচাল করে দিল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। আচমকা হানাতে উদ্ধার প্রায় সাড়ে চার কেজির হেরোইন। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১০ কোটি টাকা। তবে পাচারকারীদের পাকড়াও করা সম্ভব হয়নি। রাতের অন্ধকারকে কাজে লাগিয়েই গা ঢাকা দিয়েছে তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায়।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা সীমান্তের বিএসএফের ১৪৯ নম্বর ব্যাটেলিয়ানের আসারীদহ এলাকায়। রোজকার মতো শনিবার রাতেও ওই এলাকায় টহল দিচ্ছিলেন বিএসএফের জওয়ানরা। সূত্রের খবর, সেই সময়ই সেই সময়ই হেরোইন পাচারের উদ্দেশ্যে বেশ কিছু দুষ্কৃতীর দেখা মেলে। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হওয়াতেই ধাওয়া করে বিএসএফের জওয়ানরা। কিন্তু, রাতের অন্ধকারের আধারে জঙ্গলে গা ঢাকা দিয়ে দেয় তাঁরা। ফলে সেই মুহূর্তে আর তাঁদের ধরা যায়নি। কিন্তু উদ্ধার করা হয় প্রায় সাড়ে ৪ কেজি হেরোইন।
দুষ্কৃতীদের খোঁচে সার্চ অপারেশন চালাচ্ছে বিএসএফ। কাজে লাগানো হচ্ছে গোপন সোর্স। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। প্রাথমিক তদন্তে অনুমান বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ওই বড় মাত্রার হেরোইন আনা হয়েছিল। ফলে কোনও বাংলাদেশি হ্য়ান্ডেলারদের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মানের দিক থেকেও এই হেরোইন বেশ উন্নত বলে জানা যাচ্ছে। সে কারণেই বাজারদর আকাশছোঁয়া। এদিকে খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। সাম্প্রতিককালে এলাকায় পাচারকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় উদ্বেগের আবহ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।
