AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Chowdhury: বহরমপুরে যেন ‘সাপ-লুডো’ খেলা চলছে! তিনে নেমে যাচ্ছেন অধীর, কে কত এগিয়ে

Adhir Chowdhury: বেশ কয়েক রাউন্ড গণনা শেষেও বহরমপুরের ছবিটা স্পষ্ট হচ্ছে না। অধীরের গড় রক্ষা হবে কি না, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে কংগ্রেস শিবিরের আশা শেষ হাসি হাসবেন অধীরই।

Adhir Chowdhury: বহরমপুরে যেন 'সাপ-লুডো' খেলা চলছে! তিনে নেমে যাচ্ছেন অধীর, কে কত এগিয়ে
বহরমপুর লোকসভার ফলাফলImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: Jun 04, 2024 | 12:48 PM
Share

বহরমপুর: লোকসভা ভোটের শুরু থেকেই বহরমপুর কেন্দ্রের দিকে ছিল আলাদা নজর। অধীর গড়ে এবার তৃণমূলের তাস প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তারকা প্রার্থী নাকি পাঁচবারের সাংসদ, কাকে বেছে নেবে বহরমপুর, তা নিয়ে জল্পনা ছিলই। তবে ফল প্রকাশের সকাল থেকে যা দেখা যাচ্ছে, তা দেখে মনে হচ্ছে যেন সাপ-সিঁড়ির খেলা চলথে বহরমপুরে। কে সিঁড়ি বেয়ে দু ধাপ উঠছেন, আবার তাঁকে পিছনে ফেলে দিচ্ছেন অন্য কেউ।

হাড্ডাহাড্ডি লড়াই চলছে অধীর-গড়ে। দুপুর ১২ টা ৩৮ মিনিট পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এগিয়ে রয়েছে ৯৮,৯৭৩টি ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন অধীর চৌধুরী। ৯৪,১৭৩ ভোট পেয়েছেন তিনি।আর বিজেপির নির্মল সাহা ৮৬,৪৭০ ভোট পেয়েছেন। কয়েক মিনিট আগেও তিন নম্বরে ছিলেন অধীর চৌধুরী। আবার কখনও ইউসুফ নেমে যাচ্ছেন তিনে।

অর্থাৎ বেশ কয়েক রাউন্ড গণনা শেষেও বহরমপুরের ছবিটা স্পষ্ট হচ্ছে না। অধীরের গড় রক্ষা হবে কি না, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে কংগ্রেস শিবিরের আশা শেষ হাসি হাসবেন অধীরই। তবে গণনা শেষ হলেই আসল ফলাফল বোঝা যাবে।