AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ওড়িশা, মহারাষ্ট্রে বাঙালিদের উপর অত্যাচার! বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: মুর্শিদাবাদের অশান্তির ঘটনার পর প্রথমবার সেই জেলায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাঁর দাবি, এ রাজ্যের শ্রমিকদের মার খেতে হচ্ছে অন্য রাজ্যে।

Mamata Banerjee: ওড়িশা, মহারাষ্ট্রে বাঙালিদের উপর অত্যাচার! বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: May 05, 2025 | 5:20 PM
Share

মুর্শিদাবাদ: প্রাণ ভয়ে বাড়ি ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। এমন অভিযোগ জানিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এবার সেই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বাংলার পরিযায়ী শ্রমিকের ধরে ধরে মারা করা হচ্ছে অন্য রাজ্যে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অশান্তির ঘটনার পর সোমবারই প্রথম মুর্শিদাবাদ সফরে গেলেন মমতা। জেলা শাসকের দফতরে এদিন বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলার সময় ওড়িশা ও অন্যান্য রাজ্যগুলিকে কড়া বার্তা দেন মমতা।

ওড়িশা সরকারের উদ্দেশে মমতা বলেন, “আপনারা কেন আমাদের লোকদের মারবেন। আমি শুনেছি বাংলায় কথা বললেই মারা হচ্ছে। ওড়িশায় মার খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা। মহারাষ্ট্র, বিহারেও ঘটছে এই ঘটনা। আপনারা অত্যাচার করছেন। তাই বলে আমরা করব না। এখানে দেড় কোটি বাইরের লোক কাজ করে। কারও সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি আমি চাই না।”

উল্লেখ্য, কয়েকদিন আগে ইউসুফ পাঠান একটি চিঠি লেখেন অমিত শাহকে। সেখানে তিনি দাবি করেন, ওড়িশায় এ রাজ্যের শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। মারধর করা হচ্ছে, আধার কার্ড ছিঁড়ে ফেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল সাংসদ আরও জানান, মুর্শিদাবাদ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা প্রাণ ভয়ে ফিরে আসছেন বাংলায়।