Mamata Banerjee at Murshidabad: ‘আমি ক্রস চেক করেছি…’, দেশের সামনে সব সত্যি আনবেন মুখ্যমন্ত্রী মমতা
Mamata Banerjee at Murshidabad: মুর্শিদাবাদে গিয়ে সব পক্ষের কথা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সব তথ্য জানার জন্য গত কয়েকদিন ধরে ক্রস চেকও করেছেন তিনি।

সুতি: মুর্শিদাবাদে পৌঁছেই আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জেলাশাসকের দফতরের প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব শীঘ্রই তিনি সব সত্যি দেশের সামনে আনবেন। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় কারা, কীভাবে প্ল্যানিং করেছে, সে বিষয়ে নাকি সব তথ্যই আছে, এমনটাই দাবি করেছেন মমতা।
এদিন ওই জেলার বিধায়ক, আধিকারিকদের সঙ্গে ৩০ মিনিট ধরে বৈঠক করেন তিনি। বেরিয়ে তিনি বলেন, “হিন্দু মুসলিম সব পক্ষের কথা শুনলাম। আমার সঙ্গে মুখ্যসচিব ছিলেন।” গত মাসে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদে ভয়াবহ অশান্তির ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়। তারপর প্রথমবার সেই জেলায় গেলেন মমতা।
সেই অশান্তি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “প্ল্যান করে সব করা হয়েছে। এসব বাংলা সহ্য করবে না। আমি এই অশান্তির বিরুদ্ধে। কিছু লোক ধর্মের নামে অশান্তি করছে। আসলে এরা বিধর্মী। এরা অনেক বড় বড় কথা বলেন। আর এদের আর্থিক উৎস কী, সেটাই বিজেপি বলতে পারবে।”
এরপরই মুখ্যমন্ত্রী জানান, কারা প্ল্যান করে অশান্তি করিয়েছে, কীভাবে করিয়েছে। সে সব তিনি ক্রস চেক করেছেন। তিনি বলেন, “আর একটু জানা বাকি আছে। আমি পরিষ্কার বলছি, সেটুকু পারলে। সব সত্য তথ্য দেশের সামনে আসবে।”
