Migrant Worker Death: কেরলে কাজে গিয়ে আবারও মৃত্যু বাংলার আরও এক পরিযায়ী শ্রমিকের
Migrant Worker Death: জানা গিয়েছে, সিনারুল ছিলেন মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার ফকিরাবাদের বাসিন্দা। চার মাস আগে তিনি কেরালায় কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, কাজ থেকে ফিরে প্রত্যেকদিন তিনি বাড়িতে এসে কথা বলতেন।
মুর্শিদাবাদ: বাংলার আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল তাঁর। নাম সিনারুল ইসলাম (২২)। শুক্রবার কেরালার ত্রিশূল জেলার আধারপল্লী এলাকায় গিয়ে মৃত্যু হয়েছে তাঁর।
জানা গিয়েছে, সিনারুল ছিলেন মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার ফকিরাবাদের বাসিন্দা। চার মাস আগে তিনি কেরালায় কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, কাজ থেকে ফিরে প্রত্যেকদিন তিনি বাড়িতে এসে কথা বলতেন। বৃহস্পতিবারও কথা বলেন তিনি। এরপর শুক্রবার হঠাৎ ফোন মারফত পরিবারের লোকজন জানতে পারেন সিনারুলে মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
মর্মান্তিক এই খবর শোনার পরই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে দেহ বাড়িতে ফিরবে তা দুশ্চিন্তায় পরিবার। সরকারি সাহায্য়ের আর্জি জানিয়েছেন তারা। এই নিয়ে মৃতের মা বলেন, “কেরালায় রাস্তার কাজ করছিল আমার ছেলে। ওরা যেই গাড়িতে ছিল সেটা পুরো কারেন্ট হয়ে গিয়েছিল। আমার ছেলের সঙ্গে আরও চারজন ছিল। ওরা কোনও ভাবে বেরিয়ে এলেও আমার ছেলে বেরতে পারেনি। সংসার চালাতে চারমাস আগে ওইখানে গিয়েছিল। কিন্তু আর ফিরল না।”