Murshidabad: সারাদিন পরিশ্রমের পর ঢালাই দেখতে ছাদে উঠেছিলেন, সব শেষ…
Murshidabad: বুধবার বিপ্লব মণ্ডলের বাড়িতে ছাদ ঢালাই ছিল। সারাদিন খুব পরিশ্রম করেছিলেন, তারপর সন্ধ্যায় তিনি ঘুমিয়ে পড়েন। তারপর রাত দশটা নাগাদ তিনি ছাদে ওঠেন। সেখান থেকে আচমকা নীচে পড়ে যান।
![Murshidabad: সারাদিন পরিশ্রমের পর ঢালাই দেখতে ছাদে উঠেছিলেন, সব শেষ... Murshidabad: সারাদিন পরিশ্রমের পর ঢালাই দেখতে ছাদে উঠেছিলেন, সব শেষ...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/12/Murshidabad-Body-5.jpg?w=1280)
মুর্শিদাবাদ: ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে নটা দশটা নাগাদ মুর্শিদাবাদের রানিনগরের সীমান্তবর্তী রাজপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম বিপ্লব মণ্ডল ( ৩৮ )। ঘটনার পর রাজাপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিপ্লব মণ্ডলের বাড়িতে ছাদ ঢালাই ছিল। সারাদিন খুব পরিশ্রম করেছিলেন, তারপর সন্ধ্যায় তিনি ঘুমিয়ে পড়েন। তারপর রাত দশটা নাগাদ তিনি ছাদে ওঠেন। সেখান থেকে আচমকা নীচে পড়ে যান। তার মাথায় আঘাত লাগে। ঘটনার পর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের এক সদস্য বলেন, “অনেক সাধ করে বাড়ি বানাচ্ছিলেন। সারাদিন খাটেন। কিন্তু তারপরও বাড়ির ছাদ থেকেই এই ভাবে পড়ে শেষ হয়ে যাবেন, সেটা ভাবা যাচ্ছে না।”
![ভারতের পতাকা বানিয়েছেন কে? ভারতের পতাকা বানিয়েছেন কে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Republic-Day-2025-Who-designed-Indian-Flag-know-interesting-facts.jpg?w=670&ar=16:9)
![বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ' বিশেষ ২টো দিনে তুলসী গাছে ভুলেও দেবেন না জল, নইলেই 'বিপদ'](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/On-which-day-we-should-not-give-water-to-tulsi-plant.jpg?w=670&ar=16:9)
![এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম কোনটি জানেন? রয়েছে ভারতেই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Mawlynnong-is-Asias-cleanest-village-which-is-located-in-India.jpg?w=670&ar=16:9)
![প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম প্রেম করে বিয়ে নয়, 'লিভিং অ্যাপার্ট টুগেদার' সম্পর্কে নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে নব প্রজন্ম](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Living-ApartTogethr-.jpg?w=670&ar=16:9)
![ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন? ভারতের এই জায়গায় ভুলেও যাবেন না, মৃত্যু নিশ্চিত! কেন জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/North-Sentinal-Iceland.jpg?w=670&ar=16:9)
![বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন? বিন্দাস পরুন জিন্স, কতদিন পর তা কাচা ভালো জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/How-often-anyone-can-wear-Jeans-without-washing.jpg?w=670&ar=16:9)