Murshidabad: পাশ থেকে উদ্ধার চিঠি, শিক্ষকের মৃত্যু ঘিরে রহস্য
Murshidabad Suicide: রবিবার জলঙ্গীর সাদিখানদেয়ার থেকে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বৃত্তিমূলক শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষক শাহিনুর ইসলাম। তাঁর ছোট ভাইয়ের উদ্দেশ্যে লেখা সুইসাইড নোটে বারবার উল্লেখ করেছেন জুয়ার কথা। এবং তাতে লিখে গিয়েছেন স্থানীয় তিন যুবকের নাম।

মুর্শিদাবাদ: বাড়ি থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। পাশ থেকে উদ্ধার একটি চিঠি। আর তাতেই লেখা কয়েকটি বিস্ফোরক শব্দবন্ধ। তাতে লেখা, “আমার মৃত্যুর জন্য জুয়া ছাড়া কেউ দায়ী নয়”। আর সেই নোটে নাম রয়েছে এক সিভিক ভলেন্টিয়রের। মৃতের নাম শাহিনুর ইসলাম । বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত সাদিখানদেয়ার এলাকায় । তিনি পেশায় এক কোচিং সেন্টার শিক্ষক ছিলেন।
রবিবার জলঙ্গীর সাদিখানদেয়ার থেকে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বৃত্তিমূলক শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষক শাহিনুর ইসলাম। তাঁর ছোট ভাইয়ের উদ্দেশ্যে লেখা সুইসাইড নোটে বারবার উল্লেখ করেছেন জুয়ার কথা। এবং তাতে লিখে গিয়েছেন স্থানীয় তিন যুবকের নাম। ওই তিন যুবক জ্যোতসিদাম গ্রামের বাসিন্দা।
সুইসাইড নোটে উল্লেখ কিন্তু বুকের নাম জুলফিকার ,রাজু ও বুলবুল । যাদের মধ্যে একজন জুলফিকার জলঙ্গি থানার সিভিক ভলেন্টিয়ার্স। সিভিক ভলেন্টিয়র ঠেক থেকে সেই দিন টাকা নিয়ে যায়। এই ঘটনায় শুরু হয়েছে চাপানোউতোর।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বেশ কয়েক বছর ধরেই জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে বারংবার এই নিয়ে বারণও করা হয়েছিল। শেষ কয়েক মাসে তিনি ভীষণভাবে এর থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু পারছিলেন না। বাজারে ধারদেনাও হয়ে যাচ্ছিল। তারপরই চরম সিদ্ধান্ত। আপাতত ওই চিঠির সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলেন, “ফোনের মাধ্যমে নম্বর ধরে নাকি হচ্ছে। আমি কয়েকজনের নামও শুনেছি। হয়তো কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছেন। হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্ন দেখে বিভিন্নভাবে ফেঁসে যাচ্ছেন।”
