Murshidabad: প্রসাদ খাওয়ার পর হাত ধোয়ার জল লাগায় অশান্তি, পিটিয়ে ‘খুন’
Murshidabad: কালী পুজোর প্রসাদ খাওয়ার সময় গায়ে জল পড়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত হয়। প্রসাদ খান ক্ষুদিরাম। তারপর হাত ধোন। হাত ধোওয়ার সময়ে জল পড়ে যায় পাশের আরেক ব্যক্তির গায়ে।
মুর্শিদাবাদ: কালীপুজোর সময়ে সামান্য একটা ইস্যু। আর তাতেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের শক্তিপুরের রামনগর ঘোষপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ক্ষুদিরাম ঘোষ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালী পুজোর প্রসাদ খাওয়ার সময় গায়ে জল পড়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত হয়। প্রসাদ খান ক্ষুদিরাম। তারপর হাত ধোন। হাত ধোওয়ার সময়ে জল পড়ে যায় পাশের আরেক ব্যক্তির গায়ে। এঁটো জল কেন গায়ে লাগল, তা নিয়ে বচসার সূত্রপাত হয়।
কথায় কথায় অশান্তি পৌঁছয় চরমে। পরিবারের অভিযোগ, এরপরই অনেকে মিলে বাঁশ-লাঠি নিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকেন ক্ষুদিরামকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিপুর থানার পুলিশ। ক্ষুদিরামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দেহ ময়ানতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি, হাত ধোয়ার জল লাগায় অশান্তি হয়। কিন্তু কথা কাটাকাটি থেকে এতটা মারাত্মক হতে পারে বিষয়টা, তা কখনই ভাবতে পারেননি তাঁরা। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।