AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Blast: মধ্যরাতে ভয়ঙ্কর আওয়াজ, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদে

Murshidabad: জানা গিয়েছে, বেশ কয়েকজন সেই সময় সেই বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে দু'জন জখম হন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। এ দিকে মধ্যরাতের বিস্ফোরণের ঘটনা ঘটতেই আতঙ্কে জেগে ওঠেন এলাকার মানুষজন।

Bomb Blast: মধ্যরাতে ভয়ঙ্কর আওয়াজ, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদে
মুর্শিদাবাদে মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 12, 2025 | 9:47 AM
Share

মুর্শিদাবাদ: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু হল একজনের। মৃতের নাম সমিরুল শেখ (চান্দু)। বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের বাজিতপুর শেখপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ডোমকলের রমনাশেখ পাড়ার লেবুয়াড়ার মাঠে পাশে একটি জঙ্গলের মধ্যে বোম বাঁধার কাজ চলছিল। সেই সময় তীব্র আওয়াজে বিস্ফোরণ হয়। বেশ কয়েকজন সেই সময় সেই বোমা ফেটে জখম হন। বিস্ফোরণের ফলে দু’জন জখম হন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়।

এ দিকে মধ্যরাতের বিস্ফোরণের ঘটনা ঘটতেই আতঙ্কে জেগে ওঠেন এলাকার মানুষজন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এর সঙ্গে আর কে বা কারা জড়িত কারা এই বোমা বাধার কাজ করছিল তদন্তের ডোমকল থানার পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি টোটো চালাই। প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম। সেই সময় আমার কাছে ফোন আসে। একজন জানালেন যে চাঁদুর শরীর খারাপ হয়ে গিয়েছে। আমি দৌড়ে দৌড়ে চলে আসি। ওকে টোটোয় করে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।”