Murshidabad: ‘দাগি’র তালিকায় জীবনের ঘনিষ্ঠ দুই ভাই! বিধায়কের সঙ্গে ভাইরাল ছবি
Murshidabad Tainted List: শুভঙ্কর মন্ডলের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মহলে ছবি রয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাদের নাচে না দাবি করলেও তার পার্সোনাল গাড়িতে যাওয়া এবং কিছু পার্সোনাল ছবি রয়েছে তাঁর সঙ্গে।

মুর্শিদাবাদ: দাগি তালিকায় বিধায়ক ঘনিষ্ঠ দুই ভাইয়ের। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হওয়ায় চাকরি দাবি বিরোধীদের। একজন মুর্শিদাবাদ এর খড়গ্ৰামের হাটপাড়া স্কুলে কর্মরত অন্যজন বড়ঞার সুন্দরপুর হাই স্কুলের কর্মরত। নির্মল কুমার মন্ডল(১৯৩) সুন্দরপুর হাইস্কুলের বাংলার শিক্ষক। ও শুভঙ্কর মন্ডল(৩৭০) হাটপাড়া হাই স্কুলের ভূগোলের শিক্ষক।
শুভঙ্কর মন্ডলের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মহলে ছবি রয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাদের নাচে না দাবি করলেও তার পার্সোনাল গাড়িতে যাওয়া এবং কিছু পার্সোনাল ছবি রয়েছে তাঁর সঙ্গে। আর সেইসব ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। যদিও স্কুলে মঙ্গলবার পর্যন্ত এসেছেন নির্মল কুমার মন্ডল বলে জানান প্রধান শিক্ষক।
দুই ভাইয়েরং বাবা আবার পাল্টা দাবি করেছেন, “এসএসসি এখন নিজের পিঠ বাঁচাবার জন্য এসব করছে। এদের বিরুদ্ধে তো এখনও কিছু প্রমাণিত হয়নি। ওরা আবার কোর্টে কেস করবে। ”
প্রসঙ্গত, শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে ১৮০৬ জনের নাম রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের এই তালিকা আপলোড করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এটাই চূড়ান্ত তালিকা। এতে নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকদের নাম আছে। এরপর আর কোনও তালিকা প্রকাশিত হবে না বলে কমিশন সূত্রের খবর। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট এক সপ্তাহের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। শুক্রবার রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শনিবারই তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী তালিকা প্রকাশিত হয়। যদিও তালিকা প্রকাশের পর চাকরিহারা চিন্ময় মণ্ডল বলেন, তালিকায় যে এই সংখ্যা ও এই নাম থাকবে তা তাঁরা আগেই জানতেন।
