Murshidabad: সকাল হতেই ফের অশান্তি, মুর্শিদাবাদে গুলিবিদ্ধ আরও ২
Murshidabad: রাতেই নামানো হয়েছে বিএসএফ। এলাকায় টহল দিচ্ছে তারা। তারই মধ্যে আবারও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সামনে এসেছে।

মুর্শিদাবাদ: শুক্রবার রাতের পর শনিবার সকালেও ফের অশান্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। ধুলিয়ান, সামসেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় অশান্তির আবহ। সকালে ফের গুলিবিদ্ধ হল দুজন। দুদিনে মোট ৪ জনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এদিন গুলি চলে ধুলিয়ানে। গুলিবিদ্ধ দুই। আহতরা হলেন গোলাম মহিউদ্দিন শেখ (২১), হাসান সেখ (১২)। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার মুর্শিদাবাদের সুতি-সামশেরগঞ্জে গুলিচালনার ঘটনা ঘটে। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয় এক কিশোর সহ দুজন। শুধু গুলি নয়, মুড়ি মুড়কির মতো বোমাও পড়তে দেখা যায় শুক্রবার। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথরও। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন।
শুক্রবার রাত থেকে এলাকায় টহলদারি শুরু করেছে বিএসএফ। যে দিকে তাকানো যায়, সেদিকেই ভাঙচুরের ছবি লক্ষ্য করা যাচ্ছে। ট্রাফিক পুলিশের কন্ট্রোল অফিস, অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সরকারি বাস, বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি, বাইকও জ্বালিয়ে দেওয়া হয়েছে।
রাজ্য পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশ সংযত থেকে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। রাজ্যপাল ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও।





