BSF: রাতে ধুলিয়ানের ক্যাম্প থেকে এল মুহূর্মুহু গুলির শব্দ, তারপরই BSF জওয়ানকে যে অবস্থায় দেখা গেল…
BSF News: মুর্শিদাবাদ হিংসার পর থেকেই ধুলিয়ানে মোতায়েন রয়েছে বিএসএফ। ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন রতন সিং। শনিবার রাতে ধুলিয়ানের শ্মশান সংলগ্ন পাহাড় ঘাটি এলাকায় ঘটনাটি ঘটে।

মুর্শিদাবাদ: ধুলিয়ানে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান। স্বয়ংক্রিয় রাইফেল থেকে চলল গুলি, মর্মান্তিক পরিণতি জওয়ানের। সহকর্মীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। মৃত বিএসএফ জওয়ানের নাম রতন কুমার সিং শেখাওয়াত। ইতিমধ্যেই অভিযুক্ত বিএসএফকে গ্রেফতার করা হয়েছে।
মুর্শিদাবাদ হিংসার পর থেকেই ধুলিয়ানে মোতায়েন রয়েছে বিএসএফ। ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন রতন কুমার সিং শেখাওয়াত। শনিবার রাতে ধুলিয়ানের শ্মশান সংলগ্ন পাহাড় ঘাটি এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বিএসএফ ক্যাম্পেই ছিলেন ওই জওয়ান। শিবম কুমার মিশ্রা এক সহকর্মী জওয়ানের সঙ্গে তাঁর বচসা বাধে। সেই বচসা থেকেই অভিযুক্ত শিবম কুমার মিশ্রা জওয়ান গুলি চালায় স্বয়ংক্রিয় রাইফেল থেকে।
প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, ধৃত জওয়ান বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন। তাঁর বাড়ি ছত্তীসগঢ়ে। বাড়িতে স্ত্রী অন্তঃসত্বা। শনিবার রাতে রতন সিং হাসি-ঠাট্টা করছিলেন শিবম কুমার মিশ্রার সঙ্গে। আচমকাই কোনও কথায় রেগে যান শিবম। রাগের মাথায় পরপর ১৩ রাউন্ড গুলি চালান।
রতন সিং নামক ওই বিএসএফ জওয়ানের গায়ে লাগে ৬টি গুলি। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জের বিশাল পুলিশ বাহিনী।
জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন নিজেদের মধ্যেই গন্ডগোলের জেরে গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই বিএসএফ জওয়ানের। অভিযুক্ত বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।





