Murshidabad: দাদার সঙ্গে খেলতে গিয়ে ছাদ থেকে উল্টে মাটিতে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর
Murshidabad: মৃত শিশুর নাম রামিজ শেখ। সে হরিহরপাড়া থানার পীরতলা এলাকার বাসিন্দা। সোমবার সকালে ছাদের উপর খুড়তুতো ভাইয়ের সঙ্গে ছাদ থেকে নিচে ইট ছোড়াছুড়ি করছিল। সেই সময় অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে যায়।
হরিহরপাড়া: খুড়তুতো ভাইয়ের সঙ্গে ইট ছোড়াছুড়ি খেলছিল আড়াই বছরের শিশু। সেই সময় ধেয়ে এল বড় বিপদ। অসাবধানবসত ছাদ থেকে পড়ে যায় সে। মাটিতে পড়ে মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার পীরতলা এলাকায়।
মৃত শিশুর নাম রামিজ শেখ। সে হরিহরপাড়া থানার পীরতলা এলাকার বাসিন্দা। সোমবার সকালে ছাদের উপর খুড়তুতো ভাইয়ের সঙ্গে ছাদ থেকে নিচে ইট ছোড়াছুড়ি করছিল। সেই সময় অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ার শব্দ শুনে ছুটে যায় পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশু রামিজের মৃত্যু হয়। ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।
মৃতের কাকিমা বলেন, “আমি ছাদে ঘুঁটে দিচ্ছিলাম। আমার ছেলে নিচে খেলছিল। আর আমার জা-এর ছেলে ছাদে ছিল। আমার ছেলে উপরে ইট ছুড়ছিল। আর জা-এর ছেলে নিচে ছুড়ছিল। আমি ওকে বারণও করলাম। কিন্তু শুনল অন্য আর এক জায়গায় গেল সেখান থেকে উপুড় হয়ে পড়ে যায় বাচ্চাটি।”