School: রুটিন নিয়ে গণ্ডগোল, স্কুলের ভিতরেই মেরে হেডমাস্টারের পা ভেঙে দিলেন আর এক শিক্ষক
Murshidabad: অরুণময় দাস বলেন, "এরপর উত্তপ্ত বাক্য বিনিময় কার্যত হাতাহাতিতে পৌঁছে যায়। আমার নিষেধ কেউ মানছে না। আমার উপস্থিতিতে ওরা মারামারি হচ্ছে। আঘাত প্রাপ্ত হয়েছেন হেডমাস্টার। আমি এটা বিধায়ককে জানিয়েছি।"

ফরাক্কা: স্কুলের প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ। এমনকী তাঁর গায়ে হাত তুলতেও রেয়াত করলেন না তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা হাইস্কুলে। আলোচনার নাম করে ডেকে এনে প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ। এই ঘটনার পর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়।
স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাসের বক্তব্য, স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে একাধিক শিক্ষকের এই ঝামেলা দীর্ঘদিনের। এই নিয়ে ম্যারাথন মিটিং করেছেন তিনি। কিন্তু ঝামেলা মেটেনি। এরপর সেই বচসা আরও বাড়ে শুক্রবার। অ্যাকাডেমিক কাউন্সিলের তৈরি রুটিং কয়েকজন মাস্টারমশাইয়ের পছন্দ হয়নি। নিয়ম বলছে, নতুন রুটিন তৈরি হলে তা হেডমাস্টারকে দিয়ে সই করাতে হয়। কিন্তু নতুন অ্যাকাডেমিক কাউন্সিল হেডের বক্তব্য হল এর আগে এই সব সই করাতে হয়নি। হেডমাস্টার বলছে যা ভাল বোঝেন করেন। সেই মতো তাঁরা রুটিন পাবলিশ করেন। কিন্তু হেডমাস্টারের বক্তব্য, নতুন রুটিন বাতিল করে পুরাতন রুটিন জারি থাকবে বলে জানান।
অরুণময় দাস বলেন, “এরপর উত্তপ্ত বাক্য বিনিময় কার্যত হাতাহাতিতে পৌঁছে যায়। আমার নিষেধ কেউ মানছে না। আমার উপস্থিতিতে ওরা মারামারি হচ্ছে। আঘাত প্রাপ্ত হয়েছেন হেডমাস্টার। আমি এটা বিধায়ককে জানিয়েছি।” জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে এই ঘটনার পর ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষক মণিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, মারধরের ফলে তাঁর পা ভেঙে গিয়েছে। আঘাত লেগেছে দু’চোখেও। ঘটনায় পাঁচ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে।

