AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress to AAP: ভোটের আগেই মুর্শিদাবাদে আরও শক্তি বাড়াল কংগ্রেস

TMC: আম আদমি পার্টির জেলা সম্পাদক রাজ্যের মুখপাত্র সোহেল রানা সহ মুর্শিদাবাদ জেলা সংগঠনের সমস্ত নেতাকর্মীরা সোমবার দুপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করেন। জানা যাচ্ছে, সোমবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে এই যোগদান সভার আয়োজন করা হয়।

Congress to AAP: ভোটের আগেই মুর্শিদাবাদে আরও শক্তি বাড়াল কংগ্রেস
অধীরের চওড়া হাসিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2025 | 7:33 PM
Share

মুর্শিদাবাদ: ভোটের বাদ্যি প্রায় বেজে গিয়েছে বলাই চলে। কারণ, রাজ্যে SIR শুরু হচ্ছে। আর এই আবহের মধ্যে দলবদল। আম আদমি পার্টি থেকে কংগ্রেসে যোগদান একাধিক ব্যক্তির। মুর্শিদাবাদ জেলা আম আদমি পার্টির সংগঠনের জেলা সভাপতি থেকে ব্লক স্তরের নেতৃত্ব সোমবার দুপুরে কংগ্রেসের যোগদান করেন। মূলত, অধীর গড়ে এই যোগদান আরও যে কংগ্রেসের শক্তি বাড়িয়েছে তা বলাই যায়।

আম আদমি পার্টির জেলা সম্পাদক রাজ্যের মুখপাত্র সোহেল রানা সহ মুর্শিদাবাদ জেলা সংগঠনের সমস্ত নেতাকর্মীরা সোমবার দুপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করেন। জানা যাচ্ছে, সোমবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে এই যোগদান সভার আয়োজন করা হয়। কংগ্রেসের যোগদানকারী সোহেল রানা বলেন, “আম আদমি পার্টি করতাম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। তবে ওরা আমাদের  তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিত না। সেই কারণেই এই যোগদান। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, স্বচ্ছ মুর্শিদাবাদ তৈরির জন্য আজ আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসের যোগদান করলাম।”

কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “আপ পার্টির বড়-বড় যাঁরা মাথা মুর্শিদাবাদ জেলার তারা সকলে এখানে যোগদান করলেন। তার মধ্যে সুহেল। তিনি সালারের ছেলে। আমি মনে করি এতে কংগ্রেসের শ্রীবৃদ্ধি হল। তাঁদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে।” তবে শুধু আপ নয়, আজ উত্তরবঙ্গেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন অনেকে। রবিবার রাতে ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি ১ নম্বর পঞ্চায়েত এলাকায়। সেখানেই পনেরোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি জেলা সম্পাদক চন্দন দত্ত, বিজেপি নেতা মাধব রায়, পলাশ বসাক প্রমুখ।