TMC News: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসুন’, বাম-কংগ্রেস কর্মীদের ডাক TMC নেতা
Murshidabad: রাজ্য নেতৃত্বে নির্দেশ মত তৃণমূলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙা ব্লকে। সেখান থেকেই জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, "কংগ্রেস এবং বামেরা রাজ্যে কোনওদিন ক্ষমতায় আসতে পারবে না। এটাই ভবিষ্যৎ। ওরা যে দু'চার শতাংশ ভোট পায়, তাতে ভোট কাটবে। বিজেপি সুবিধা হবে। সাম্প্রদায়ক শক্তির সুবিধা হবে।"

মুর্শিদাবাদে বিজেপি-কে হারাতে এবার সিপিএম ও কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় ডাক জেলা তৃণমূল সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে একসঙ্গে লড়াইয়ের ডাক। কংগ্রেস ও বামকর্মীদের তৃণমূল কর্মী হিসাবে ধারণ করব। মন্তব্য কান্দির তৃণমূল বিধায়কের।
প্রতিবার ভোট এলেই দেখা যায় সিপিএম-কংগ্রেস কর্মীদের ভোট দেওয়ার জন্য বিজেপি কিংবা তৃণমূল আহ্বান জানান। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই আহ্বান করেছিলেন ভোটের আগে। রাজনীতির কারবারিরা মনে করেন, যেহেতু বাম-কংগ্রেসের প্রাপ্ত ভোটের ফলাফল ভাল না, তাই ভোট কাটাকাটি যাতে না হয় সেই কারণে অপর দুই শক্তিশালী দল বারেবারে বাম-কংগ্রেসের কর্মীদের ‘টার্গেট’ করে ভোট দেওয়ার জন্য। আর এবার বিধানসভা নির্বাচনের আগে একই পথে তৃণমূল নেতা।
রাজ্য নেতৃত্বে নির্দেশ মত তৃণমূলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙা ব্লকে। সেখান থেকেই জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, “কংগ্রেস এবং বামেরা রাজ্যে কোনওদিন ক্ষমতায় আসতে পারবে না। এটাই ভবিষ্যৎ। ওরা যে দু’চার শতাংশ ভোট পায়, তাতে ভোট কাটবে। বিজেপি সুবিধা হবে। সাম্প্রদায়ক শক্তির সুবিধা হবে।” এরপরই তিনি আহ্বান জানিয়ে বলেন, “সেই সাম্প্রদায়িক শক্তিকে সুবিধা না করে দিয়ে আপনারা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আসুন। বাম-কংগ্রেস যদি ছত্রছায়ায় না আসে তারা যে ভোট পায় তা আদতে বিজেপির লাভ হবে।”
এর পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “পুরোটাই বোগাস। এই বাংলায় তো বিজেপি ছিল না, ওঁর দল নিয়ে এসেছে সেটা কি ঘোষণা করবেন? আসলে বিজেপির দায় তৃণমূলের। আর বিজেপি-কে তাড়ালাম তৃণমূল থেকে গেল, আর বিজেপিকে তাড়ালাম তৃণমূল থেকে গেল নামটা আলাদা। কাজ তো একই হল।”
