Humayun Kabir: ‘আমি হুমায়ুন কবীর আজ বলছি, মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবেই, কেউ আটকাতে পারবে না’
আজ হুমায়ুন বলেন, "আমি ২০২৪ এ ঘোষণা করেছি এই মসজিদের। কালকে কেন উনি বললেন শান্তি-শৃঙ্খলার কথা। শান্তি বজার রাখার দায় আমার একার নাকি? হোক লড়াই। এই লড়াই করে দেশ স্বাধীনতা পেয়েছে। আবার একটা লড়াই হোক মুর্শিদাবাদে। আমাদের নবি লড়াই করে কোরান প্রকাশ্যে এনেছেন।"

মুর্শিদাবাদ: আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেছিলেন বিধায়ক হুমায়ুন কবীর। তবে যে জমিতে সেই মসজিদ করবেন বলেছিলেন, আজ জমির মালিক সেই জায়গা ঘিরে দেন। এবং বলেন, এই বিতর্কিত ইস্যুতে মানুষের আবেগ নিয়ে নাড়াচাড়া করার কোনও মানেই হয় না। এবার একেবারে হুঙ্কার ছাড়লেন হুমায়ুন কবীর। বললেন,”আমি হুমায়ুন কবীর আজ বলছি, এই বেলডাঙাতে আমায় কোনও শক্তিই আটকাতে পারবে না মসজিদ তৈরি করা থেকে। আমি চ্যালেঞ্জ করেই বেঁচে আছি।”
আজ হুমায়ুন বলেন, “আমি ২০২৪ এ ঘোষণা করেছি এই মসজিদের। কালকে কেন উনি বললেন শান্তি-শৃঙ্খলার কথা। শান্তি বজার রাখার দায় আমার একার নাকি? হোক লড়াই। এই লড়াই করে দেশ স্বাধীনতা পেয়েছে। আবার একটা লড়াই হোক মুর্শিদাবাদে। আমাদের নবি লড়াই করে কোরান প্রকাশ্যে এনেছেন। আমি হুমায়ুন কবীর আজ বলছি, এই বেলডাঙাতে আমায় কোনও শক্তিই আটকাতে পারবে না মসজিদ তৈরি করা থেকে। আমি চ্যালেঞ্জ করেই বেঁচে আছি।”
এরপর তিনি বলেন, “জেলায় বাবরি মসজিদ হবে। আমি করব, বাবরের পুত্রের নাম হুমায়ুন, আমি ভাগ্য ক্রমে হুমায়ূন কবীর, বাবরি মসজিদ করব। বাধা দিলে লড়াই হবে, কেউ আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে। মুর্শিদাবাদে ৭২ শতাংশ মুসলমান, রাজ্য ৩৭ শতাংশ। বাবরি মসজিদ এখানে হবেই। এখানেই মসজিদ করব.. করব…করব। যে কোনও শক্তির বিরুদ্ধে লড়াই হবে। আর তাতে আমি সহ একশো জন শহিদ হলে পাঁচশ জনকে শহিদ করব।”
উল্লেখ্য, আর এগারো দিন পর শিল্যানাসের কথা। কিন্তু তার আগেই বিপত্তি। মুর্শিদাবাদের বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এই বাবরি মসজিদ তৈরি হতে পারে বলে চর্চা হয়। তারপর আজ সকাল হতেই দেখা যায়, সেই জায়গা ঘিরে দেন ওই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী। তিনি দাবি করে জানান, এই জমি যদি কেউ তাঁর কাছে টাকা দিয়ে কিনেননি। আর যদি কেউ বলেন, তাহলে তিনি চিটিংবাজির কথা বলেছেন। এরপরই আজ প্রতিক্রিয়া দেন হুমায়ুন।
