Baharampur Lok Sabha Constituency: পাঠানের ঝোড়ো ব্যাটিং থামাতে অধীরের ‘হাতে’ কোন অস্ত্র?

Baharampur Lok Sabha Constituency: উনিশের লোকসভা ভোটে তৃণমূল ও কংগ্রেসের দ্বিমুখী লড়াই হয়েছিল। আরএসপি প্রার্থী দিলেও লড়াইয়ে নামতে দেখা যায়নি। অধীরই জিতেছিলেন। এবার লড়াইয়ে বিজেপিও।

Baharampur Lok Sabha Constituency: পাঠানের ঝোড়ো ব্যাটিং থামাতে অধীরের 'হাতে' কোন অস্ত্র?
সোমবার বহরমপুরে লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ
Follow Us:
| Updated on: May 28, 2024 | 1:48 AM

বহরমপুর: ২৫ বছর একটি কেন্দ্রের সাংসদ। টানা ৫ বার। বাংলায় খুব কম সাংসদের ঝুলিতে এই নজির রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী তাঁদের মধ্যে অন্যতম। এই মুহূর্তে বহরমপুর ‘অধীর দুর্গ’ বলেই পরিচিত। কিন্তু এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে কংগ্রেস একটিও পায়নি। ৬টি ঘাসফুল এবং একটি পদ্মফুলের দখলে। তাই ২০২৪ যে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের জোর টক্কর হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা আসন। কেন্দ্রগুলি হল বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, নওদা। ২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৩২,০৮৭। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ১৩.২ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ০.৯ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৫২ শতাংশ। গ্রামীণ ভোটার ৮১.৯ শতাংশ। শহুরে ভোটার ১৮.১ শতাংশ।

উনিশের লোকসভা ভোটে তৃণমূল ও কংগ্রেসের দ্বিমুখী লড়াই হয়েছিল। আরএসপি প্রার্থী দিলেও লড়াইয়ে নামতে দেখা যায়নি। অধীরই জিতেছিলেন। এবার লড়াইয়ে বিজেপিও। গত বিধানসভা ভোটই তার জানান দিয়েছে। কারণ দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। একুশের ফলের উপর ভর করে দাঁড়িয়ে লোকসভা ভোটে এই আসনের লড়াই অত্যন্ত জমে উঠেছে।

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন  বিধানসভা কেন্দ্র কংগ্রেস  বিজেপি      তৃণমূল
২০১৯  বড়ঞা  ৬৫,৫১৩ ২৯,৯০২ ৬১,৭১২
২০২১  বড়ঞা  ১২,২৬০ ৭৯,১৪১ ৮১,৮৯০
২০১৯ কান্দি ৯৫,২৯০ ১২,৫৯২ ৫৯,৪১৯
২০২১ কান্দি ২৭,৫৫৫ ৫৭,৩১৯ ৯৫,৩৯৯
২০১৯  ভরতপুর ৭৩,৫১১ ১৪,৩৯৫ ৮১,২০০
২০২১ ভরতমপুর ৩০,১১৬ ৫৩,১৪৩ ৯৬,২২৬
২০১৯ রেজিনগর ৬৪,৩০৯ ২৩,০৪১ ৯৯,৬৯১
২০২১ রেজিনগর ৩৭,২৮২ ৫০,২২৬ ১ ,১৮,৪৯৪
২০১৯ বেলডাঙা ৮০,৯০৪ ১৮,৭৯০ ৮৩,৯৯২
২০২১ বেলডাঙা ২৬,৯৪৯ ৫৯,০৩০ ১,১২,৮৬২
২০১৯ বহরমপুর ১,৩০,১৯০ ২৫,১৬৫ ৪১,১২৯
২০২১ বহরমপুর ৪০,১৬৭ ৮৯,৩৪০ ৬২,৪৮৮
২০১৯ নওদা ৭৯,৮৬৩ ১৭,৩৪৬ ৮২,৭৪৩
২০২১ নওদা ৩১,৫৮৮ ৪৩,৫৩১ ১,১৭,৬৮৪

একুশে বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

বড়ঞা আসনে জিতেছিলেন তৃণমূলের জীবনকৃষ্ণ সাহা। কান্দিতে জিতেছিলেন তৃণমূলের অপূর্ব সরকার। ভরতপুর আসনে জয়ী হন ঘাসফুল শিবিরের হুমায়ুন কবীর। তৃণমূলের রবিউল আলম চৌধুরী জেতেন রেজিনগর আসনে। বেলডাঙাতে জয়ী হন তৃণমূলের হাসানউজ্জমান শেখ। নওদা আসনে জেতেন তৃণমূলের সাহিনা মমতাজ খান। একটি আসনে জয়ী হয় পদ্ম শিবির। বহরমপুর আসনে জেতেন বিজেপির সুব্রত মৈত্র।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১১ শতাংশ ভোট। তৃণমূল ৩৯.৮ শতাংশ এবং কংগ্রেস ৪৬ শতাংশ ভোট পায়। সেখানে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩১.৬ শতাংশ ভোট। তৃণমূল ৫০.১ শতাংশ এবং কংগ্রেস ১৫.১ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

চব্বিশের নির্বাচনে বহরমপুরের ৫ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন নির্মল কুমার সাহা। প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। চতুর্থ দফায় অর্থাৎ ১৩ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ। শেষপর্যন্ত কে বাজিমাত করবেন, তা জানা যাবে ৪ জুন।