Baharampur: ফোনের ওপার থেকে যা বলা হয়েছিল, তাতেই ভয় পেয়ে যান… একটু একটু করে চলে যায় সর্বস্ব
Baharampur: মঙ্গলবার তাঁরা বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। অভিযোগকারী উৎপল সরকারের স্ত্রীর কাছে একটি অজানা ফোন নম্বর থেকে ফোন আসে।

বহরমপুর: ডিজিটাল অ্যারেস্ট করে ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের বহরমপুরের কাশিমবাজার এলাকার ঘটনা। কাশিমবাজারের নিমতলার এক বয়স্ক মহিলার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই মহিলা বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় সাইবার অপরাধীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
জানা গিয়েছে, কাশিমবাজারের উৎপল কুমার সরকারের স্ত্রী’কে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। তারপর কয়েক দফায় তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ৯০ লক্ষ টাকা প্রতারকদের দেওয়া অ্যাকাউন্টে চলে যায়। কয়েকদিন পর মহিলা বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরেই ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে’ অভিযোগ জানান তাঁরা।
মঙ্গলবার তাঁরা বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। অভিযোগকারী উৎপল সরকারের স্ত্রীর কাছে একটি অজানা ফোন নম্বর থেকে ফোন আসে। তারপরে ওই ফোনের অন্য প্রান্ত থেকে উৎপলের স্ত্রীকে প্রতারক জানায় তাঁরা আর্থিক মামলায় (মানি লন্ডারিংয়ের কেসে) জড়িত। এভাবে ভয় দেখিয়ে উৎপলের স্ত্রীকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় বলে অভিযোগ।
প্রতারকদের নির্দেশ মতো তাঁর তিনটি অ্যাকাউন্ট থেকে ৯০ লক্ষ টাকা পাঠাতে হয়। ঘটনার সাতদিন অভিযোগ জানান তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলায় গড়ে মাসে ৩০০টি করে সাইবার ক্রাইমের মামলা হয়। সাইবার আর্থিক প্রতারণার ক্ষেত্রে ১০-১৫ শতাংশ অর্থ উদ্ধার করেছে পুলিশ।





