AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘ব্যাঙ কোথাকার! সাগর থেকে ডোবায় গিয়েছে’, বাবুলকে কটাক্ষ দিলীপের

Babul Supriyo: বরাবরই, বিজেপিতে থাকাকালীন দিলীপ-বাবুলের 'অম্লমধুর' সম্পর্ক চোখে পড়েছে।

Dilip Ghosh: 'ব্যাঙ কোথাকার! সাগর থেকে ডোবায় গিয়েছে', বাবুলকে কটাক্ষ দিলীপের
ofn(ফাইল ছবি)
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 9:26 PM
Share

 নদিয়া: ‘কাঁকড়ায় ভরা বিজেপি’, গেরুয়া শিবির ত্যাগের পর এমনই মন্তব্য করেছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তৃণমূলে যোগ দিয়ে কার্যত একাধিকবার নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। এ বার বাবুলকে পাল্টা ‘ব্যাঙ’ বলে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

আর কয়েকদিন পরেই উপনির্বাচন। সেই উপলক্ষ্যে  শান্তিপুরে প্রচারে এসে সরাসরি অধুনা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেন দিলীপ। সরাসরি বাবুলকে তোপ দেগে বলেন, “হ্যাঁ, একটা ব্যাঙ কোথাকার! যতদিন বিজেপিতে ছিলেন ততদিন বিজেপির ব্যাঙ ছিলেন। বিজেপির মতো মহাসমুদ্রে টিকতে পারেননি। তাই ডোবায় গিয়ে ডুব দিয়েছেন।” পাশাপাশি, দিলীপ আরও বলেন, “যে বা যাঁরা দল ছেড়ে যাচ্ছেন তাঁদের ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের যাওয়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না।”

প্রসঙ্গত, দলে থাকতেই দিলীপ-বাবুল সম্পর্ক বিশেষ ভাল নয়। তৃণমূলে সদ্য যোগদানের পর দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেওয়ার কথাও বলেন বাবুল। পাল্টা তাঁকে ‘রাজনৈতিক পর্যটক’ বলে আক্রমণ করেন দিলীপ। এমনকী, বাবুলের দলত্যাগের পর দিলীপ বলেছিলেন, “উনি তারকা। দলের হননি কখনও। রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আবেগ দিয়ে রাজনীতি করেন।”

বাবুলের রাজনীতি ত্যাগ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি বর্ষীয়ান পদ্ম  নেতা। বলেছিলেন, “মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব, আগে গোঁফ তো বেরোক।” পাল্টা, নিজের সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষব হেনে বাবুল লেখেন, “ইংরেজিতে রয়েছে থারুরের ইংলিশ। পশ্চিমবঙ্গে আবার দিলীপদার বাংলা। ওঁকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব। যাতে বাংলা ভাষাতেই উনি কথা বলেন, বাংলা ভাষাকে কলঙ্কিত বা কলুষিত না করেন। উনি কটাক্ষ করেছেন। আমি ওঁর বক্তব্য পড়িনি।”

বরাবরই, বিজেপিতে থাকাকালীন দিলীপ-বাবুলের ‘অম্লমধুর’ সম্পর্ক চোখে পড়েছে। যদিও, বিজেপিতে থাকাকালীন সরাসরি দিলীপ ঘোষকে আক্রমণ করেননি বাবুল। ও পথে পা বাড়াননি দিলীপও। কিন্তু, বাবুলের তৃণমূলে যোগদানের পরেই বদলে গিয়েছে গোটা ছবিটাই। একের পর এক বাক্য়বাণে একে অপরকে বিদ্ধ করেছেন। যদিও, তৃণমূলের তরফে বলা হয়েছিল, বাবুল সুপ্রিয় দলে তাঁর যোগ্য সম্মান না পেয়েই বিজেপি ত্যাগ করেছেন। পাশাপাশি, প্রাক্তন মন্ত্রী তৃণমূলে এসেই জানিয়েছিলেন তিনি প্রথম একাদশেই খেলতে চান।

আরও পড়ুন:  TMC: ‘ওদের কাছে কেন যাব?’, ফিরহাদের সভায় যাওয়ার কথা বলতেই তৃণমূল নেতাদের ‘ঘাড়ধাক্কা’ দিলেন গ্রামবাসী!

আরও পড়ুন: COVID Vaccination: তৃণমূল অঞ্চল সভাপতির সই ছাড়া মিলবে না টিকা, দীর্ঘ লাইনে হয়রানি প্রাপকদের!

আরও পড়ুন: Anubrata Mondal: ‘কুকথা’-য় রাশ নেই, হাত তুললে কবজি ভাঙতে পারে, হুঁশিয়ারি ‘কেষ্টর’!