CPIM: ‘সজল ধারা’ প্রকল্পের টাকা চুরির অভিযোগ, গ্রেফতার CPM প্রধান
Nadia: পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে সজল ধরার প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ। শুধু তাই নয়, জেনারেটরের টাকা হাতানোর অভিযোগ উঠেছে। এরপর বিডিওর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

নদিয়া: দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিপিএম (CPM) পঞ্চায়েত প্রধান। তেহট্টে থানার কানাইনগর গ্রাম পঞ্চায়েত ঘটনা। পঞ্চায়েত প্রধান টগরি ঘোষকে গ্রেফতার করে তেহট্ট থানার পুলিশ। জানা যাচ্ছে, বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রধানকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে সজল ধরার প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ। শুধু তাই নয়, জেনারেটরের টাকা হাতানোর অভিযোগ উঠেছে। এরপর বিডিওর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে ভুয়ো ভাউচার তৈরি করে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ রয়েছে। এর আগেও একাধিক টেন্ডার দুর্নীতিতে অভিযোগে নাম জড়িয়েছিল এই প্রধান টগরী ঘোষের। গতকাল তাঁকে গ্রেফতার করে তেহট্ট থানা পুলিশ। বুধবার তাঁকে আদালতে তোলা হবে।
নদিয়ার সম্পাদক মণ্ডলীর সদস্য সুমিত বিশ্বাস বলেন, “এটা চক্রান্ত। এর নায়ক তৃণমূল কংগ্রেস ও তার নেতারা। আসলে শাসকদলের চক্রান্তের পরও উনি তো পঞ্চায়েত প্রধান হয়েছিলেন তখন থেকেই বলছিল যাতে দল বদল করে। কিন্তু প্রধান সেটা করেননি। তাই প্রতিহিংসার জন্য এই কাজ করল।”
