Water Project: চালু হয়ে যাওয়া জল প্রকল্পের দ্বিতীয়বার উদ্বোধন করতে আজ কৃষ্ণনগরে ফিরহাদ, বিতর্ক রাজনৈতিক মহলে

Water Project: অমৃত প্রকল্পের মাধ্যমে ভাগীরথী নদীর জল পরিশ্রুত করে নাগরিকদের সরবরাহ- এই প্রকল্প গত বছর ৩১ জানুয়ারি উদ্বোধন করেছিলেন নদিয়ার জেলাশাসক।

Water Project: চালু হয়ে যাওয়া জল প্রকল্পের দ্বিতীয়বার উদ্বোধন করতে আজ কৃষ্ণনগরে ফিরহাদ, বিতর্ক রাজনৈতিক মহলে
কৃষ্ণনগর জল প্রকল্পের উদ্বোধনে ফিরহাদImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 8:24 AM

নদিয়া: জেলাশাসক জল প্রকল্পের উদ্বোধন আগেই করেছেন। পরিষেবাও চালু হয়ে গিয়েছে। সেই চালু প্রকল্পেরই আবারও উদ্বোধন করতে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই প্রকল্পের দু’বার কেন উদ্বোধন, তা নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে। শনিবার কৃষ্ণনগর পুরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

অমৃত প্রকল্পের মাধ্যমে ভাগীরথী নদীর জল পরিশ্রুত করে নাগরিকদের সরবরাহ- এই প্রকল্প গত বছর ৩১ জানুয়ারি উদ্বোধন করেছিলেন নদিয়ার জেলাশাসক। পুরসভার শাসকদলের কাউন্সিলরদেরই একটা অংশ ফিরহাদ হাকিমকে দিয়ে ফের তার উদ্বোধন করাচ্ছেন, তা নিয়েই বিতর্ক। সরব বিরোধীরাও।

২০১৭ সালে ভাগীরথী নদীর জল শোধন করে সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়। ২০১৮ সালে এই জল প্রকল্পটির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটি তৈরি করতে ৭০ কোটি টাকা খরচ হয়েছে বলে পুরসভা কর্তৃপক্ষের দাবি। যে সময় প্রকল্পটি উদ্বোধন হয় সেই সময় প্রশাসক মণ্ডলীর উপ পৌরপ্রধান ছিলেন প্রদীপ দত্ত ,বর্তমানে তিনি পুরসভার জল সরবরাহ দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল। তাঁর বক্তব্য, ” একবার জেলাশাসক এই জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন, তারপর থেকে প্রকল্পের জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। আবার কেন চালু প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে তা বুঝতে পারছি না।” বর্তমান চেয়ারম্যানকে দায়ী করছেন তিনি। অন্যদিকে বিরোধীদের দাবি, কৃষ্ণনগরবাসীকে বোকা বানানোর চেষ্টা করছে বর্তমান পুরপ্রধান রিতা দাস। একই জল প্রকল্পের দু’বার উদ্বোধন ঘিরে চাঞ্চল্য। এই ঘটনায় চেয়ারম্যানের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।