Nadia: রবিবারের দুপুরে পাতে পড়েছিল চিংড়ির মালাইকারি, প্রথম গ্রাসটা সবে মুখে দিয়েছিল ছেলেটা, আর তারপরই… গোটা পরিবার এক মুহূর্তে নিঃস্ব
Nadia: রবিবার দুপুর তিনটে নাগাদ যুবক তার নিজের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ভাত খায়। পরিবারের লোকজন তাড়াতাড়ি ওই যুবককে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

নদিয়া: রবিবার, বাড়িতে চিংড়ি নিয়ে এসেছিলেন বাবা! মা নারকেল দিয়ে সে চিংড়ি রান্নাও করেছিলেন। দুপুরের পাতে পড়েছিল চিংড়ি। সবার সঙ্গে বসেই নারকেলের মালাইকারি ভাতের সঙ্গে মেখে খাচ্ছিলেন যুবক। চিংড়ি মুখে এক কামড় দিতেই সব শেষ! চিংড়ি খেয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনা নদিয়ার হাঁসখালির থানার গাজনা উত্তরপাড়া গ্রামে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুজয় বিশ্বাস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর তিনটে নাগাদ যুবক তার নিজের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ভাত খায়। পরিবারের লোকজন তাড়াতাড়ি ওই যুবককে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবকের শ্বাসকষ্ট ছিল, চিংড়ি খাওয়ায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়, তার ফলেই মৃত্যু হয়েছে ওই যুবকের । যদিও কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ওই যুবককে মৃত অবস্থায় আনা হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না কীভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের।
ইতিমধ্যে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যায় থানায়। আগামীকাল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যুবকের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালের ময়নাতদন্তে পাঠাবে।





