Nadia: শোভাযাত্রা থেকে মদ ছেটানোর অভিযোগ, শান্তিপুরের ঘটনায় গ্রেফতার ৪

Mahadeb Kundu | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2024 | 2:00 PM

Nadia: শনিবার রাতে শান্তিপুর শ্যামবাজার রাজপথ দিয়ে চলছিল কালীপুজোর দ্বিতীয় দিনের শোভাযাত্রা। অভিযোগ, তখনই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নির্যাতিতা দম্পতি। অভিযোগ, শোভাযাত্রার মধ্যে থেকেই গৃহবধূর গায়ে মদ ছুড়ে মারা হয়। স্বামী প্রতিবাদ করলে শুরু হয় বচসা।

Nadia: শোভাযাত্রা থেকে মদ ছেটানোর অভিযোগ, শান্তিপুরের ঘটনায় গ্রেফতার ৪
কালীপুজোর শোভাযাত্রায় ভয়ঙ্কর ঘটনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: কালী পুজোর শোভাযাত্রার দ্বিতীয় রাতে এক গৃহবধূকে মারধর ও নিগ্রহ করার ঘটনায় পুলিশের জালে গ্রেফতার চার অভিযুক্ত। সোমবার ধৃতদের তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। ধৃতদের প্রত্যেকের বাড়িই নদীয়ার শান্তিপুর এলাকায়।

উল্লেখ্য শনিবার রাতে শান্তিপুর শ্যামবাজার রাজপথ দিয়ে চলছিল কালীপুজোর দ্বিতীয় দিনের শোভাযাত্রা। অভিযোগ, তখনই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নির্যাতিতা দম্পতি। অভিযোগ, শোভাযাত্রার মধ্যে থেকেই গৃহবধূর গায়ে মদ ছুড়ে মারা হয়। স্বামী প্রতিবাদ করলে শুরু হয় বচসা।

অভিযোগ শোভাযাত্রায় অংশগ্রহণকারী এক পুজো কমিটির বেশ কয়েকজন যুবক বেধড়ক মারধর করেন দম্পতিকে। শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধূকে।  হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আর অভিযোগের ভিত্তিতেই সোমবার সকালে চার অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর শ্লীলতাহানি ও মারধরের মামলা রুজু করে আদালতে পেশ করে। তবে এই ঘটনার সাথে আরও কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Next Article