AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliganj By election: ভোট দিয়ে বেরিয়ে মধ্যমা দেখালেন BJP প্রার্থী, কেন?

Nadia: বৃহস্পতিবার সকালে নিজের বুথে ভোট দিতে যান আশিসবাবু। এরপর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় নিজের মধ্যমা দেখান। আর সেই ছবি নিয়ে পোস্ট করেন তৃণমূলের দেবাংশু।

Kaliganj By election: ভোট দিয়ে বেরিয়ে মধ্যমা দেখালেন BJP প্রার্থী, কেন?
মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 2:38 PM
Share

নদিয়া: কালীগঞ্জে ভোটগ্রহণ চলছে। এবার উপভোটের সময় মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী। ভোট দানের পর বেরিয়ে এসে মধ্যমা দেখান আশিস ঘোষ। এই নিয়ে পোস্ট করেছেন তৃণমূলের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। অপরদিকে, আশিসবাবু এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন বিজেপি প্রার্থী

বৃহস্পতিবার সকালে নিজের বুথে ভোট দিতে যান আশিসবাবু। এরপর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় নিজের মধ্যমা দেখান। আর সেই ছবি নিয়ে পোস্ট করেন তৃণমূলের দেবাংশু। তাঁর দাবি, এটাই হল আসল প্রবৃত্তি। বিজেপি বারবরই নির্বাচনের পরে মানুষকে এই আঙুলই দেখিয়ে আসছে। আর বিজেপি প্রার্থীও সেই কাজই করলেন।

যদিও, অভিযোগ উড়িয়ে আশিসবাবু বলেন, “এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি যখন ভোট দিতে গিয়েছিলাম সেই সময় কালি লাগায়নি। তারপর যখন আমি বুঝতে পারি ওদের বললাম। তারপর আমার হাত ধরে ওইখানে লাগিয়ে দিয়েছে। আমি করব।” প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই এই আসন খালি। সেই কারণেই আজ এখানে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল ভরসা রেখেছে প্রয়াত নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদের উপর আর বিজেপি এখানে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে আশিস ঘোষকে। অপরদিকে, কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখকেই সমর্থন করছে বামেরা।