AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia Death: নদিয়ায় মৃত্যু মহিলার, জ্বরে আক্রান্ত হয়ে দু’দিনের মধ্যেই গেল প্রাণ

Nadia Death: মৃতের নাম মৌসুমী সরকার (৪৫)। মহিলার বিয়ে হয়েছিল চাকদহতে। তাঁর বাপের বাড়ি শান্তিপুর রামকৃষ্ণ কলোনির রামনাথ তর্করত্ন রোড এলাকায়। গত দুদিন আগে জ্বর নিয়ে বাবার বাড়িতে আসে ওই মহিলা। এরপর শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

Nadia Death: নদিয়ায় মৃত্যু মহিলার, জ্বরে আক্রান্ত হয়ে দু'দিনের মধ্যেই গেল প্রাণ
মৌসুমী সরকারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 6:35 AM
Share

নদিয়া: জ্বর কমছিল না দু’দিন ধরে। তাই নদিয়ার শান্তিপুরের একটি হাসপাতালে মহিলাকে ভর্তি করেন পরিবারের সদস্যরা। তবে বাঁচানো যায়নি। দু’দিনের জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পরিবারের সদস্যকে হারানোর পর সংশ্লিষ্ট হাসপাতালের দিকে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। প্রতিবেশীদের দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু ডেঙ্গি কথা মানতে নারাজ কর্তৃপক্ষ। এ দিকে, জ্বর নিয়ে ভর্তি হওয়ার পরও কেন রক্ত পরীক্ষা করাল না হাসপাতাল উঠছে প্রশ্ন।

মৃতের নাম মৌসুমী সরকার (৪৫)। মহিলার বিয়ে হয়েছিল চাকদহতে। তাঁর বাপের বাড়ি শান্তিপুর রামকৃষ্ণ কলোনির রামনাথ তর্করত্ন রোড এলাকায়। গত দুদিন আগে জ্বর নিয়ে বাবার বাড়িতে আসে ওই মহিলা। এরপর শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সোমবার রাত্রিবেলা অবস্থার অবনতি হলে ওই মহিলাকে অন্যত্র স্থানান্তর করেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। তাঁদের বক্তব্য, মাত্র দুদিনের জ্বরে কীভাবে একজনের মহিলার মৃত্যু হয়? নিশ্চয় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।

তবে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর কথা অস্বীকার করেন শান্তিপুর হাসপাতালে সুপার তারক বর্মণ। বলেন, “জ্বর ও মানসিক দুর্বলতার কারণে হয়ত এই ঘটনা ঘটেছে। কিন্তু আমরা ডেঙ্গি সংক্রমণের কোনও প্রমাণ পাইনি। তাঁর কোনও রক্ত পরীক্ষা করা হয়নি। তাই ওই মহিলা আক্রান্ত ছিল কি না সেটা বলা যাবে না।” মৃতের বাবা বলেন, “ছেলেটা মা হারা হয়ে গেল। অনেক ছোট ও। কী হবে? এর একটা তদন্ত হওয়া দরকার।”