AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia Labour Death: পৌরসভার পাইপলাইনের কাজ করতে গিয়ে শ্রমিকের এই পরিণতি হল

Nadia Labour Death:

Nadia Labour Death: পৌরসভার পাইপলাইনের কাজ করতে গিয়ে শ্রমিকের এই পরিণতি হল
মর্মান্তিক পরিণতি শ্রমিকেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 4:41 PM
Share

নদিয়া: পৌরসভার কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পাইপ লাইনের কাজে গর্ত করার সময় মাটি চাপা পড়ে যান শ্রমিক। তারপর শ্বাস আটকে মৃত্যু ওই ব্যক্তির। মৃতের নাম গৌতম বিশ্বাস। তাঁর বাড়ি বাড়ি ফাঁসিতলা চড় এলাকায়।

জানা গিয়েছে,নবদ্বীপের শ্মশানঘাটের কাছে ১৮ নম্বর ওয়ার্ডে পৌরসভার মাছের ভেরির জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার জন্য পাইপ লাইনের কাজ চলছিল। সেই কাজের সময় মাটিতে চাপা পড়ে যান গৌতমবাবু। পরে জেসিবি দিয়ে উদ্ধার করতে গেলে মাথায় আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা অন্যান্য শ্রমিকরা দৌড়ে ওই এলাকায় চলে আসেন। এরপর তাঁকে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও এক সহকর্মী বলেন, “আমরা পাইপ লাইনের কাজ করতে গিয়েছিলাম। হঠাৎ করে ধস নেমে গেল। আমরা বুঝতেও পারিনি। তারপর মাটি চাপা পড়ে যায় ও। এরপর জেসিবি দিয়ে তুলতে গেলে মাথায় আঘাত লাগে।”