Nadia: ফোন করে ডেকে নিয়ে যায়, তারপরই রাস্তার ধারে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
Shantipur Body Recovered: হাসিম মণ্ডলের বাড়ি শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের মিদ্দে পাড়ায়। পরিবার ও প্রতিবেশীদের দাবি, গতকাল রাতে হাসিম কে কে বা কারা ফোন করে ডাকেন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে বাড়িতে ফেরেনি।

নদিয়া: শান্তিপুরে যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সকালে সাহেব ডাঙ্গাি মধ্যপাড়া এলাকায় রাস্তায় ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় । মৃতের নাম হাসিম মন্ডল (৩৫)। তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় দেহটি।কৃষ্ণনগরের পর এবার নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। সাত সকালে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসিম মণ্ডলের বাড়ি শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের মিদ্দে পাড়ায়। পরিবার ও প্রতিবেশীদের দাবি, গতকাল রাতে হাসিম কে কে বা কারা ফোন করে ডাকেন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে বাড়িতে ফেরেনি। সকাল বেলা বাড়ির পাশে রাস্তার উপরে হাসিমের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহের একাধিক অংশে মারাত্মক আঘাতের চিহ্ন মেলে, মাথার একাংশ রক্তাক্ত। প্রতিবেশীদের দাবি এটি পরিকল্পনা মাফিক খুন।
দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায়, শান্তিপুর থানার বিশাল বাহিনী। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে পড়ে থাকা মৃতদেহের অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরেদাই পুলিশ, এছাড়াও কেন এই খুনের পেছনে কি চক্রান্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
