Nadia Arrest: অবশেষে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মাসুদ

Nadia Arrest: অভিযুক্তদের মধ্যে মাসুদও ছিল। জানা গিয়েছে, এই মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। শুধু তাই নয়, বোমা-বন্দুক রাখা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গেও সে জড়িত ছিল। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ।

Nadia Arrest: অবশেষে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা মাসুদ
হাতকাটা মাসুদImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 2:58 PM

নদিয়া: নদিয়ার কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে। হাতকাটা মাসুদ মণ্ডল-সহ গোটা গ্যাংকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। সম্প্রতি, নদিয়ার গহনার দোকানে ডাকাতি ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। বিভিন্ন ডাকাত দলের খোঁজে তল্লাশি চালাতে থাকে তারা। এরপরই গ্রেফতার হয় হাতকাটা মাসুদ ও তার দলবল।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত্রিবেলা চাপড়ার বাঙালজি এলাকায় একটি ফাঁকা মাঠের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজন দুষ্কৃতী দাঁড়িয়েছিল। গোপন সূত্রে পুলিশের কাছে সেই খবর আসে। তড়িঘড়ি এলাকা ঘিরে ফেলে তারা। গ্রেফতার হয় দুষ্কৃতীরা। অভিযুক্তদের মধ্যে মাসুদও ছিল। জানা গিয়েছে, এই মাসুদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। শুধু তাই নয়, বোমা-বন্দুক রাখা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গেও সে জড়িত ছিল। তবে অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেরার থাকার কারণে খোঁজ মিলছিল না তার।

মাসুদ ছাড়াও গ্রেফতার হয়েছে সুমির মণ্ডল,সাহাজামাল মণ্ডল,আলিম মণ্ডল, তাহের মণ্ডল (গাছা), রবিউস মণ্ডল (রানাবন্ধ)। ধৃতদের কাছ থেকে এম এম পিস্তল ৫ অ্যাকাউন্ট গুলি, ৮টি তাজা বোমা উদ্ধার হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই নদিয়া ও পুরুলিয়ার একটি নামী গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার দিন রানাঘাট পুলিশের হাতে গ্রেফতার হয় পাঁচ ডাকাত। মৃত্যু হয় একজনের। পুলিশ জানায়, অভিযুক্তরা সকলেই বিহারের বাসিন্দা। আগে থেকে ছক কষে ডাকাতির ঘটনা ঘটায় তারা। এরপর থেকে আরও সক্রিয় হয় জেলার পুলিশ প্রশাসন। বিভিন্ন ডাকাত দলে খোঁজ শুরু হয়। সেই তল্লাশির পর গ্রেফতার কুখ্যাত এই দুষ্কৃতী।