Pujoy pulse: ‘টক, নোনতা’ পালসে মজল রানাঘাট, পুজোয় পালস সম্মানিত করল মৃৎশিল্পীকে

Pujoy pulse: রানাঘাটে ট্যাবলো ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এবার নতুন স্বাদ এনেছে পালস ক্যান্ডি। ইমলি গোলমোল। পালস লজেন্স খেয়ে অভিভূত সবাই। একজন বললেন, "পালস লজেন্সটা খেয়ে খুব ভাল লাগল। কারণ, নোনতা, টক সব মেশানো রয়েছে তো।" একজন বললেন, লজেন্স খেতে খেতে পুজোটা ভাল কাটুক।

Follow Us:
| Updated on: Sep 28, 2024 | 12:03 AM

রানাঘাট: দিকে দিকে কাশফুল। আকাশে-বাতাসে পুজোর গন্ধ। আর সেই পুজোর গন্ধকে আরও মাতিয়ে তুলেছে পুজোয় পালস। টিভি৯ বাংলার পুজোয় পালস এবার দ্বিতীয় বর্ষে পা রেখেছে। প্রথম বছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর এই ট্যাবলো ঘিরে মানুষের উৎসাহ চোখের পড়ার মতো। এই ট্যাবলো পৌঁছে যায় নদিয়ার রানাঘাটেও। সেখানে ধরা পড়েছে একই ছবি।

রানাঘাটে ট্যাবলো ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এবার নতুন স্বাদ এনেছে পালস ক্যান্ডি। ইমলি গোলমোল। পালস লজেন্স খেয়ে অভিভূত সবাই। একজন বললেন, “পালস লজেন্সটা খেয়ে খুব ভাল লাগল। কারণ, নোনতা, টক সব মেশানো রয়েছে তো।” একজন বললেন, লজেন্স খেতে খেতে পুজোটা ভাল কাটুক।

বৃষ্টি মাথায় নিয়ে ক্যান্ডির স্বাদ নিলেন পথচলতি মানুষ। রানাঘাটে টিভি৯ বাংলা পুজোয় পালস সম্মান জানাল মৃৎশিল্পী অনুপ পালকে। সম্মান পেয়ে উচ্ছ্বসিত এই মৃৎশিল্পী। টিভি৯ বাংলাকে ধন্যবাদ জানালেন তিনি। বলেন, “এই সম্মান পেয়ে আরও উৎসাহিত হলাম। ভবিষ্যতে নিজের কাজের মাধ্যমে মানুষকে আরও আনন্দ দিতে পারব। অসংখ্য ধন্যবাদ টিভি৯ বাংলা।” টিভি৯ বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানালেন নদিয়ার মানুষ।