PM Modi: ফের কৃষ্ণনগরের BJP প্রার্থীর সমর্থনে বড় সভা মোদীর, রোড শো’তে নামল জনতার ঢল
PM Modi: দিনের শুরুতে বর্ধমানের সভা থেকে তৃণমূলের সরকারের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা যায় মোদীকে। সুর চড়ান নিয়োগ দুর্নীতি নিয়েও। একইসঙ্গে চাকরিহারাদের মধ্যে ‘যোগ্য’ চাকরিপ্রাপকদের পাশে থাকারও ‘গ্যারান্টি’ দেন।

তেহট্ট: সামনেই তৃতীয় দফার নির্বাচন। এরইমধ্য়ে ফের বঙ্গ বিজেপির প্রচারে ঝড় তুলতে বাংলায় পা রাখলেন মোদী। শুক্রবার একযোগে বাংলার তিন জায়গায় করলেন সভা। প্রথমে গেলেন বর্ধমান, সেখান থেকে তেহট্ট, শেষে গেলেন কৃষ্ণনগরে। লোকসভা নির্বাচন শুরুর মুখে কৃষ্ণনগরে সভা করে বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করেছিলেন মোদী। এবার ফের তেহট্টের সভা থেকে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে করলেন বড় সভা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে।
দিনের শুরুতে বর্ধমানের সভা থেকে তৃণমূলের সরকারের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে দেখা যায় মোদীকে। সুর চড়ান নিয়োগ দুর্নীতি নিয়েও। একইসঙ্গে চাকরিহারাদের মধ্যে ‘যোগ্য’ চাকরিপ্রাপকদের পাশে থাকারও ‘গ্যারান্টি’ দেন। এরপরই তেহট্টের সভা কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে একযোগে সুর চড়িয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী বেছে নেওয়ার নির্বাচন। কে সরকার বানাতে পারবে? তৃণমূল সারা দেশে ১৫টির বেশি আসন পাবে না। এর থেকে বেশি কখনই পাবে না। কংগ্রেস এত কিছু করেও ৫০ টির বেশি আসন পাবে না। তাহলে কে সরকার বানাবে, সেটা মানুষ স্থির করে দিয়েছে।
#WATCH: ফের তেহট্টের সভা থেকে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে বড় সভা নরেন্দ্র মোদীর। চেনা মেজাজেই একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা মোদীর।
WATCH LIVE: https://t.co/Z9cGg0jLNU#NarendraModi | #AmritaRoy | #KrishnaNagar pic.twitter.com/hpIeZCtYw6
— TV9 Bangla (@Tv9_Bangla) May 3, 2024
তোপ দাগেন তৃণমূলের সিএএ বিরোধিতা নিয়েও। বলেন, “মতুয়া উন্নয়নে কেন্দ্রীয় সরকার একাধিক কাজ করেছে। মতুয়াদের জন্য CAA লাগু করা হয়েছে। কিন্তু তৃণমূল এটা চাইছে না। তৃণমূল বিরোধ করছে। কিন্তু আমি করছি যারা দেশে প্রকৃত নাগরিক তারা কখনো বঞ্চিত হবে না। হিন্দু নাগরিকরা প্রকৃত সম্মান পাবেন। এখানে CAA লাগু হবেই।” একইসঙ্গে সুর চড়ান সন্দেশখালি ইস্যু নিয়েও। বলেন, “সন্দেশখালিতে যা হচ্ছে আপনারা সবাই দেখতে পারছেন। বোমা, বন্দুক, কার্তুজ লুকিয়ে রাখা হচ্ছে। সেগুলি এখন উদ্ধার হচ্ছে।”





