AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ফেসবুকই ডেকে এনেছিল সর্বনাশ! পয়লা জানুয়ারি উধাও হয়ে যায় দুই নাবালিকা, তারপর…

Social Media Crime: গত ১ জানুয়ারি নিখোঁজ হয় দুই নাবালিকা। ২ তারিখে ও ৩ তারিখে দুজনের পরিবারের তরফ থেকে পরপর অভিযোগ দায়ের করা হয়। দুই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের করেছিল পরিবার। ঘটনার তদন্ত নেমে পুলিশ মোবাইলে সূত্র ধরে তল্লাশি চালায়।

Nadia: ফেসবুকই ডেকে এনেছিল সর্বনাশ! পয়লা জানুয়ারি উধাও হয়ে যায় দুই নাবালিকা, তারপর...
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 10, 2026 | 7:05 PM
Share

নদিয়া: বর্তমানে ৮ থেকে ৮০, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আসক্ত। আর সেই আসক্তি কারও কারও ক্ষেত্রে কীভাবে বিপদ ডেকে আনছে, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। নদিয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আচমকাই এই বছরের শুরুতে উধাও হয়ে যায় দুই নাবালিকা। খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে সোশ্যাল মিডিয়ায় যুবকের সঙ্গে আলাপ হওয়ার পরই এই ঘটনা।

গত ১ জানুয়ারি নিখোঁজ হয় দুই নাবালিকা। ২ তারিখে ও ৩ তারিখে দুজনের পরিবারের তরফ থেকে পরপর অভিযোগ দায়ের করা হয়। দুই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের করেছিল পরিবার। ঘটনার তদন্ত নেমে পুলিশ মোবাইলে সূত্র ধরে তল্লাশি চালায়। পরে হাওড়ার আন্দুলিয়া স্টেশন থেকে ওই দুই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।

সূত্রের খবর, দুই নাবালিকাকে অপহরণ করে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার জন্য স্টেশন সংলগ্ন এলাকায় দাঁড়িয়েছিল ভিনরাজ্যের ওই দুই যুবক। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকে উদ্ধার করে এবং ভিনরাজ্যের দুই যুবককে গ্রেফতার করে। অভিযুক্তদের আজ কৃষ্ণনগর আদালতে তোলে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুই নাবালিকার সঙ্গে ওই যুবকের ফেসবুকে বন্ধুত্ব হয়। তারপরই বন্ধুত্ব পাতিয়ে দুই নাবালিকাকে ভিনরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুই যুবক। ধৃতদের নাম বিকি কুর্মি ও শিবা কুর্মি।

অপরিচিত ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ কিংবা সম্পর্ক তৈরি করার পরিণতি কী হতে পারে, সেই বিষয়ে সকলকে সচেতন হতে হবে। পুলিশ জানিয়েছে, অনেক যুবকই মিথ্যা পরিচয় দিয়ে নাবালিকাদের ফাঁদে ফেলছে। এ ব্যাপারে পরিবারে সদস্যদেরও বাড়তি সতর্ক থাকার বার্তা দিচ্ছে প্রশাসন।