কাঁথিতে মোদীর সভায় থাকবেন শিশির, জল্পনায় সিলমোহর শুভেন্দুর

শুভেন্দুর (Suvendu Adhikari) এই ঘোষণার মাধ্যমেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে, এ বার অধিকারী পরিবারের অভিভাবকও যে কোনও দিন গেরুয়া শিবিরে (BJP) নাম লেখাতে পারেন।

কাঁথিতে মোদীর সভায় থাকবেন শিশির, জল্পনায় সিলমোহর শুভেন্দুর
অলংকরণ- অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Mar 18, 2021 | 2:46 AM

পূর্ব মেদিনীপুর: ছেলে যা বলবে, নিজের রাজনৈতিক গাড়ির চাকাও সেই পথেই গড়াবেন তৃণমূলের (TMC) বরিষ্ঠ সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। এ কথা তিনি নিজে আগেই জানিয়েছিলেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়, তবে কি কাঁথির সাংসদও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভায় যোগ দেবেন! সেই জল্পনার নিরসন করে এ দিন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়ে দিলেন, নমোর সভায় হাজির থাকবেন তাঁর বাবা।

বুধবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এক জনসভা থেকে শুভেন্দু বলেন, “শিশিরবাবু থাকবেন মোদীজির সভায় অপেক্ষা করুন। আমি বলব আরও আগে ২১ তারিখ এগরায় অমিতজির সভায় চলে যেতে।” শুভেন্দুর এই ঘোষণার মাধ্যমেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে, এ বার অধিকারী পরিবারের অভিভাবকও যে কোনও দিন গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। যেটা মোদীর সভা থেকেই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

উল্লেখ্য, এর আগে যখন শিশিরবাবুর কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি মোদীর সভায় উপস্থিত হবেন কিনা, সেই সিদ্ধান্ত ছেলের উপরই ন্যস্ত করেছিলেন তিনি। এ বার ছেলে প্রকাশ্য জনসভায় সিলমোহর দিলেন। অন্যদিকে শিশির বলেন,

আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে কাঁথিতে। ২১ তারিখ এগরায় সভা করবেন অমিত শাহ। দুই সভাতেই যে শিশির সশরীরে হাজির থাকবেন সেটাই এ দিন চণ্ডীপুরের সভা থেকে নিশ্চিত করলেন শুভেন্দু। তাৎপর্যপূর্ণভাবে, দিন কয়েক তাঁর বাড়িতে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মতে, ‘মোদীর দূত’ হয়েই দেখা করতে যান হুগলির সাংসদ। তার পরই এই মোদীর সভায় তাঁর উপস্থিত হওয়ার জল্পনা বিরাট আকার নেয়। যেই জল্পনা কাটালেন শুভেন্দু নিজেই।

আরও পড়ুন: কর্মীকে ‘ঠান্ডা মাথায় খুন’, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি

শুভেন্দু আরও দাবি করেন, রাজ্যের যে ৩ লক্ষ মানুষকে সারদা-নারদার মাধ্যমে বর্তমান সরকার ঠকিয়েছিল, তার মধ্যে এক লক্ষ মানুষ এই চণ্ডীপুরের। তাই চণ্ডীপুরের মানুষের কাছে তাঁর আবেদন, “বর্তমান সরকারকে হাটিয়ে রাজ্য এবং কেন্দ্রে ডাল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত করুন। তাতে প্রতি বছর এসএসসি, বেকার সমস্যা দূরীকরণ-সহ চণ্ডীপুরের মানুষ এবং রাজ্যের সমস্ত জায়গায় উন্নয়ন হবে।”

আরও পড়ুন: ‘বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব’, ফাঁস হল উপাচার্যের অডিয়ো ক্লিপ