Barrackpore: ভোট মিটতেই নৈহাটি-ভাটপাড়ায় বোমাবাজি
Barrackpore; এদিকে ভাটপাড়ায় যখন এই অভিযোগ, তখন নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনেও বোমাবাজির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফেটে ধোঁয়া বেরোচ্ছে। বিরোধী দলকে নিশানা করে শাসকদল। নৈহাটি এবং ভাটপাড়ায় বোমাবাজি নিয়ে অর্জুন সিং ও সোমনাথ শ্যামের বাকতরজা ফের সামনে।
প্রিয়াঙ্কু পাণ্ডের দাবি, “রাত তখন সাড়ে ১১টা বাজে। আমাদের নেতার অফিসে বসে কাউন্টিং সংক্রান্ত কাজ করছিলাম। ফোন আসে যে, বাইকে চেপে এসে বাড়ির পাশে কেউ বোমাবাজি করে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ভাটপাড়া থানাতে ফোন করি। এসে দেখি মাঠে একটা বোমা পড়ে আছে। পুলিশও ঘটনাস্থলে ছিল। তারা সিসিটিভি ফুটেজ দেখল।”
এদিকে ভাটপাড়ায় যখন এই অভিযোগ, তখন নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনেও বোমাবাজির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফেটে ধোঁয়া বেরোচ্ছে। বিরোধী দলকে নিশানা করে শাসকদল। নৈহাটি এবং ভাটপাড়ায় বোমাবাজি নিয়ে অর্জুন সিং ও সোমনাথ শ্যামের বাকতরজা ফের সামনে।
অর্জুন সিং বলেন, “তৃণমূলকে আমি বলব না, বলব পুলিশকে। এতো ক্যামেরা আছে এখনও কাউকে ধরতে পারলেন না কেন? এরপর যদি কোনও কিছু ঘটনা ঘটে তাহলে পুলিশ দায়ী থাকবে।” পাল্টা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “নৈহাটিতে বিজেপি বোমা মেরে ভাটাপাড়ার বোমাবাজি ব্যালান্স করেছে। তবে এরকম অশান্ত পরিবেশ আর হতে দেওয়া যাবে না।”