Bangaon: জলাভূমি বোজানোর অভিযোগ, একসঙ্গে সরব TMC-BJP দু’পক্ষই
Bangaon: অন্যদিকে, বনগাঁ পৌরসভার বিজেপির কাউন্সিলর দেবদাস মণ্ডল জলাভূমি ভরাট নিয়ে কাউন্সিলর সরব হওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অবিলম্বে এই জলাভূমি ভরাটের কাজ বন্ধ না হলে আগামীতে বিজেপি আন্দোলন করবে।

বনগাঁ: বনগাঁয় জলাভূমি ভরাটের অভিযোগ। আর জলাভূমি ভরাট হতেই সরব হলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপিরও।
বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুর পল্লীতে জলাভূমি ভরাটের অভিযোগ। উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ন’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া। তিনি অভিযোগ তোলেন, তাঁর ওয়ার্ডের ঠাকুর পল্লীতে একটি জলাভূমি কিনেছে দুই ব্যক্তি। তাঁরা এই জমি পরিবর্তনের জন্য কাউন্সিলরের কাছে নো অবজেকশন চেয়েছিলেন। কিন্তু এই এলাকা বৃষ্টির সময় জলমগ্ন অবস্থায় থাকে বলে কাউন্সিলর নো অবজেকশন দেননি বলে দাবি।
পৌরসভা থেকে জলাভূমি ভরাটের জন্য কোনও রকম অনুমতি ছাড়াই রবিবার সকালে জলাভূমি ভরাটের কাজ শুরু করে জমির মালিকরা। কাউন্সিলর ভিডিয়ো বার্তা দিয়ে দাবি করেন অবিলম্বে এই কাজ বন্ধ করার ব্যবস্থা করুন প্রশাসন।
অন্যদিকে, বনগাঁ পৌরসভার বিজেপির কাউন্সিলর দেবদাস মণ্ডল জলাভূমি ভরাট নিয়ে কাউন্সিলর সরব হওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অবিলম্বে এই জলাভূমি ভরাটের কাজ বন্ধ না হলে আগামীতে বিজেপি আন্দোলন করবে। যদিও জমির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাইনি।

