Bagda: ‘দায়িত্ব থেকে সরে যান’, এলাকার মানুষের অভিযোগ শুনতেই তৃণমূল নেতাকে ধমক বিধায়কের

Bagda: জানা গিয়েছে মঙ্গলবার তিনি জনসংযোগে আসতেই এলাকার বাসিন্দারা একাধিক অভিযোগ করতে শুরু করেন। এরপরই বিরক্ত হন বিশ্বজিৎ। বুথ স্তরের এক নেতৃত্বকে ধমক দেন। বলেন, "এই এলাকার সুপারভাইজারের দায়িত্বে ছিলেন আপনি। হেরে গিয়েছেন। সরে যান দায়িত্ব থেকে।"

Bagda: 'দায়িত্ব থেকে সরে যান', এলাকার মানুষের অভিযোগ শুনতেই তৃণমূল নেতাকে ধমক বিধায়কের
বিধায়কের ধমকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 4:17 PM

বাগদা: জনসংযোগ কর্মসূচিতে গিয়ে ক্ষুব্ধ বিধায়ক বিশ্বজিৎ দাস। বাগদার এক নেতাকে দায়িত্ব থেকে সরে যেতে বলে ধমক দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের কুলধরপুর গ্রামের ঘটনা।

জানা গিয়েছে মঙ্গলবার তিনি জনসংযোগে আসতেই এলাকার বাসিন্দারা একাধিক অভিযোগ করতে শুরু করেন। এরপরই বিরক্ত হন বিশ্বজিৎ। বুথ স্তরের এক নেতৃত্বকে ধমক দেন। বলেন, “এই এলাকার সুপারভাইজারের দায়িত্বে ছিলেন আপনি। হেরে গিয়েছেন। সরে যান দায়িত্ব থেকে।” এলাকার এক বাড়িতে আবাস যোজনার অভিযোগ শুনে স্থানীয় এক নেতা বিধায়কের কাছে অনুরোধ করে বলেন, “আবাস যোজনায় ঘরের ব্যবস্থা করে দিন। যাতে আমরা ভোট চাইতে পারি।” তার উত্তর দিতে গিয়ে বিধায়ক জানান, “আবাস যোজনার ব্যবস্থা করে দিলে তো আপনি ৫ হাজার টাকা চাইবেন।”

এই বিষয়ে বাগদার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন সাধারণ মানুষের নানা অভিযোগ শুনবার জন্যই আমরা দ্বারে দ্বারে পৌঁছাচ্ছি। লোকাল স্তরের তৃণমূল নেতৃত্বদের গাফিলতি ছিল বলেই তাদেরকে বলেছি। আগামীতে বিশ্লেষণ করে দরকার হলে সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়া হবে ।

এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর গাইনের দাবি, “হ্যাঁ বিধায়ক আমাকে ধমক দিয়েছেন। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। আমাকে যদি সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলে যদি ভালো হয় করতেই পারেন।” এই বিষয়ে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, “বিশ্বজিৎ দাস মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এটা নতুন নাটক। আগে সাধারণ মানুষ বলত এখন তৃণমূল জেলা সভাপতি কাটমানির বিষয়ে বলছেন।”