Barasat: আরজি কর কাণ্ডে CJI-এর পর্যবেক্ষণ নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার যুবক
Barasat: অভিযোগ, আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করেন সুমিত। সামাজিক মাধ্যমে এহেন পোস্ট করতেই তা বারাসত থানায় অভিযোগ দায়ের হয়।
বারাসত: সোশ্যাল মিডিয়ায় কোনও মন্তব্য করার ব্যাপারেই আগেই সতর্ক করেছিল পুলিশ প্রশাসন। আরজি কর কাণ্ডের আবহে বিতর্কিত পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুমিত কুণ্ডু। তিনি বারাসতের বাসিন্দা। বুধবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে পোস্ট করেন সুমিত।
অভিযোগ, আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করেন সুমিত। সামাজিক মাধ্যমে এহেন পোস্ট করতেই তা বারাসত থানায় অভিযোগ দায়ের হয়।
অভিযোগের ভিত্তিতে বারাসত থানার পুলিশ সুমিত কুন্ডুর বাড়িতে হানা দেয়। বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রাতেই তাঁকে মেডিক্যাল করাতে নিয়ে যায় বারাসত হাসপাতালে। সুমিত অবশ্য এই নিয়ে সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি।