Basirhat Murder: ভাত দিতে দেরি, দড়ি দিয়ে বেঁধে স্ত্রীকে কুপিয়ে-কুপিয়ে খুন স্বামীর
Basirhat Murder: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামের ঘটনা। অভিযুক্ত ব্যক্তি নাম সাত্তার মোল্লা (৬০)। পেশায় কৃষক তিনি। বুধবার দুপুরে চাষ করে তোহারা বিবির কাছে ভাত খেতে চান তিনি। সেই ভাত দিতে দেরি হওয়ায় বচসা বাঁধে দু'জনের মধ্যে।
বসিরহাট: মাঠ থেকে বাড়ি ফিরে আসার পর স্ত্রীর কাছে আবদার করেছিলেন ভাত খাওয়ার। তবে রান্না না হওয়ার কারণে ভাত দিতে দেরি করেন মহিলা। তার জেরেই হুলস্থুল কাণ্ড। সেই বচসার জেরে খুন হলেন মহিলা।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামের ঘটনা। অভিযুক্ত ব্যক্তি নাম সাত্তার মোল্লা (৬০)। পেশায় কৃষক তিনি। বুধবার দুপুরে চাষ করে তোহারা বিবির কাছে ভাত খেতে চান তিনি। সেই ভাত দিতে দেরি হওয়ায় বচসা বাঁধে দু’জনের মধ্যে।
অভিযোগ, এরপরই সাত্তার পাটের দড়ি দিয়ে স্ত্রীকে বেঁধে বটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মহিলার চিৎকারে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে ওই গৃহবধূর মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।
সাত্তার মোল্লার বিরুদ্ধে এর আগেও স্ত্রীকে মারধরের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ স্বামী সাত্তার মোল্লাকে গ্রেফতার করেছে। ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।